বাণিজ্যিক ভারসাম্য ও লেনদেন ভারসাম্য

বাণিজ্যিক ভারসাম্য (trade balance): আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে প্রত্যেক দেশ কতকগুলো পণ্য বিদেশে রপ্তানি এবং কতকগুলো পণ্য বিদেশ হতে আমদানি করে থাকে। রপ্তানির মধ্যে যে সকল বস্তুগত দ্রব্য থাকে, যেমন- পাট, চা, চামড়া, ইত্যাদিকে দৃশ্যমান রপ্তানি এবং আমদানির মধ্যে যে সকল বস্তুগত দ্রব্য থাকে, যেমন- খাদ্য, কাপড়, যন্ত্রপাতি, ইত্যাদিকে দৃশ্যমান আমদানি বলে। অর্থাৎ একটি দেশের কেবল দৃশ্যমান দ্রব্যসামগ্রী রপ্তানি ও আমদানির হিসাব বা সুবিন্যস্ত তথ্যকে বাণিজ্যের ভারসাম্য বলা হয়।

তাই কিন্ডলবার্জারের (Kindleberger) মতে, ‘চলতি হিসাবের দৃশ্যমান আমদানি ও রপ্তানির মোট পার্থক্যকে বাণিজ্যের ভারসাম্য বলে।’ সুতরাং কোন নির্দিষ্ট সময়ে একটি দেশের দৃশ্যমান রপ্তানির মোট মূল্য এবং দৃশ্যমান আমদানির মোট মূল্যের হিসাবকে বাণিজ্যের ভারসাম্য বলা হয়।

লেনদেন ভারসাম্য (transaction balance): আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে অন্যান্য দেশের সাথে কোন দেশের সকল প্রকার অর্থনৈতিক লেনদেনের ধারাবাহিক লিপিবদ্ধ হিসাবকে লেনদেনের ভারসাম্য বলে। অন্যভাবে বলা যায়, লেনদেন ভারসাম্য একটি দেশের মুদ্রার চাহিদা ও যোগানের সম্পর্ক নির্দেশ করে। এখানে, মুদ্রার চাহিদা বলতে বহির্বিশ্ব কর্তৃক সংশ্লিষ্ট দেশটির রপ্তানি দ্রব্যসামগ্রী ক্রয়ে ব্যয়িত অর্থ, দেশটির বস্তুগত এবং আর্থিক মূলধনে বিনিয়োগকৃত অর্থ এবং দেশটির হস্তান্তর-পাওনা হিসেবে প্রাপ্ত অর্থকে বুঝানো হয়েছে।

কিন্ডলবার্জারের (Kindleberger) ভাষায়, ‘একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের অধিবাসীদের সাথে অন্যান্য দেশের অধিবাসীদের যাবতীয় অর্থনৈতিক লেনদেনের সুবিন্যস্তভাবে লিপিবদ্ধ হিসাবকে ঐ দেশের লেনদেনের ভারসাম্য বলা হয়।’

অধ্যাপক ব্রেইনার্ড বলেন, ‘লেনদেন ভারসাম্য হলো নির্দিষ্ট সময়ে পৃথিবীর অন্যান্য দেশের অধিবাসীদের সাথে কোন দেশের জনসাধারণের অর্থনৈতিক দেনাপাওনার একটি বিস্তৃত হিসাব।’

সুতরাং কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের আমদানি-রপ্তানি ও অন্যান্য অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত মোট পাওনা ও মোট দেনার ধারাবাহিক হিসাবকেই ‘লেনদেনের ভারসাম্য’ বলা হয়। সংক্ষেপে বলা যায়, লেনদেনের ভারসাম্য হলো একটি দেশের আন্তর্জাতিক লেনদেনের পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ চিত্র। [শারমিন জাহান সায়মা]


সহায়িকা: জোয়ারদার, সুকেশ চন্দ্র; আলম, মোঃ শাহ; আখতার, সুফিয়া ও ইসলাম, মোঃ নজরুল, আন্তর্জাতিক বাণিজ্য, (২০২০), মিলেনিয়াম পাবলিকেশন্স, ঢাকা, পৃষ্ঠা ১৭১।


বাণিজ্যিক ভারসাম্য ও লেনদেন ভারসাম্য বলতে কী বোঝায়?
What is trade balance and transaction balance?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply