বাস্তুসংস্থানবিদ্যা | Ecology
বাস্তুসংস্থানবিদ্যা [Ecology] বলতে সাধারণত বিভিন্ন জীবের বাস্তু বা আবাস সম্পর্কিত বিশেষ জ্ঞান বা অধ্যয়নকে বুঝায়। ইকোলজি (ecology) শব্দটির উৎপত্তি গ্রিক Oikos এবং Logy শব্দ থেকে। এখানে, Oikos মানে বাস্তু বা গৃহ বা আবাসন এবং Logy মানে বিদ্যা। সুতরাং ইকোলজি (ecology) এর সাধারণ মানে হল বাস্তুবিদ্যা বা আবাসনবিদ্যা। ১৮৬৬ সালে হেকেল (Haeckel) সর্বপ্রথম Ecology শব্দটির ব্যবহার করেন। বিজ্ঞানের বিভিন্ন শাখায় বাস্তুসংস্থানবিদ্যা (ecology) বলতে সগোত্রীয় প্রাণি এবং উদ্ভিদের মধ্যকার সম্পর্কের ক্রিয়া ও প্রতিক্রিয়াকে বুঝায়। এছাড়া, ব্যাপক অর্থে বাস্তুসংস্থানবিদ্যা (ecology) বলতে প্রাণি ও অপ্রাণিবাচক বস্তুর মধ্যকার সম্পর্কেও বুঝায়।
বাস্তুসংস্থানগত অধ্যয়ন প্রধানত ২ ধরনের। যথা – (ক) অটইকোলজি (autecology) এবং সিনইকোলজি (synecology)।
ক) অটইকোলজি [Autecology] বলতে নির্দিষ্ট একটি জীবের বা প্রজাতির জনসংখ্যার সাথে পরিবেশের সম্পর্ক অধ্যয়নকে বুঝায়। যেমন – কই মাছের বা কই প্রজাতির বাস্তুসংস্থান।
খ) সিনইকোলজি [Synecology] বলতে নির্দিষ্ট কোন জীবসম্প্রদায়ের বা জীবগোষ্ঠীর সাথে পরিবেশের সম্পর্ক অধ্যয়নকে বুঝাায়। যেমন- মিঠা পানির সকল প্রজাতির মাছের বাস্তুসংস্থান অধ্যয়ন। [সংকলিত]
বাস্তুসংস্থানবিদ্যা কাকে বলে?
Follow Us on Our YouTube channel: GEONATCUL