বাস্তুস্থান | Site and Situation
January 26, 2021
বাস্তু শব্দটির আভিধানিক অর্থ হল ঘরবসত, ভিটেমাটি, বসবাসযোগ্য স্থান, গৃহযোগ্য ভূমি, সুখনিবাসযোগ্য স্থান, প্রভৃতি। বাস্তু শব্দটির ইংরেজি ভাষার প্রতিশব্দ হল Site। আর Site শব্দটির আভিধানিক অর্থ হল ঘরবাড়ি বা শহর গড়ে তোলার উপযোগী ভূমি বিশেষ, কিংবা যে ভূমিতে ঘরবাড়ি বা শহর-নগর অবস্থিত। স্থান বা অবস্থিত বা অবস্থিতি (situation) বলতে যে ভূমিতে কোন কিছু স্থাপিত হয়ে থাকে, তাকে না বুঝিয়ে বরং কোন কিছুর পারিপার্শ্বিক এলাকার সাথে সম্পর্ককে বুঝায়। যেমন – অবস্থিতি বলতে বসতি স্থাপিত হওয়াকে না বুঝিয়ে, বরং বসতির পারিপার্শ্বিক এলাকার সাথে সম্পর্ককে বুঝায়। [সংকলিত]
বাস্তুস্থান বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube channel: GEONATCUL