বিজননায়ণ | De-population

বিজননায়ণ [De-population] বলতে কোন নির্দিষ্ট একটি এলাকার মোট জনসংখ্যা কমে যাওয়াকে বুঝায়। অর্থাৎ যে কোন প্রাকৃতিক কিংবা মানুষ সৃষ্ট কারণে যে কোন এলাকার মােট জনসংখ্যা হ্রাস পেতে পারে। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী প্রভৃতির মত প্রাকৃতিক দুর্যোগের কারণে হঠাৎ করে বহু মানুষের মৃত্যু হলে কোন একটি এলাকায় জনসংখ্যা হ্রাস পেয়ে বিজননায়ণের ঘটনা ঘটে থাকে। আবার মানুষের সৃষ্ট যুদ্ধ চলাকালে পারমানবিক যন্ত্রসহ মরণাস্ত্রসমূহের ব্যাপক ব্যবহারের ফলে বহু মানুষের মৃত্যু হলে জনসংখ্যা হ্রাস পেয়ে বিজননায়নের ঘটনা ঘটে। যেমন-
সাম্প্রতিক যুদ্ধে ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মত দেশগুলোর কোন কোন এলাকায় ব্যাপক প্রাণহানীর কারণে বিজননায়ণ ঘটেছে। ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে, পূর্বে পৃথিবীতে সংঘটিত বহু যুদ্ধের ফলে এরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সাধারণত গ্রামীণ এলাকাতেই বিজননায়ণের ঘটনা সৃষ্টি হতে বেশি দেখা যায়। শহর এলাকাতেও এরূপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আবার কোন একটি এলাকা থেকে ব্যাপক অভিগমন হলে এরূপ অবস্থার সৃষ্টি হতে পারে। [সংকলিত]
বিজননায়ণ কি?
সহায়িকা: বাকী, আবদুল, ২০১৩, ভুবনকোষ, সুজনেষু প্রকাশনী, ঢাকা।
Follow Us on Our YouTube channel: GEONATCUL