বিশ্বের সবচেয়ে দামি ১০টি বাড়ি
প্রত্যেকটি মানুষের নিজের মনের মত করে একটি বাড়ি তৈরী করার ইচ্ছে থাকে। সে বাড়ি ছোট কিংবা বড়, যাহোক না কেন। কেউ পারে, আবার কারও পক্ষে কখনও সম্ভব হয় না। কিন্তু কিছু মানুষ যুগে যুগে এমন কিছু বাড়ি তৈরী করে গেছেন, যা দেখে আপনি বোকা হয়ে যাবেন। আসুন একে একে দেখে নেই পৃথিবীর এমনই সবচেয়ে দামি ১০টি বাড়ি।

১০। মাউন্টেন হোম রোড/MOUNTAIN-HOME-ROAD: যার অবস্থান ক্যালিফোর্নিয়া। বাড়িটির বিশেষ বৈশিষ্ট্য হল বাড়িটিতে রয়েছে গ্রন্থাগার, টেনিস কোর্ট ও সুইমিং পুল। বাড়িটির নির্মাণ ব্যয় ১১৭.৫ মিলিয়ন ডলার।

৯। জানাডু ২.০/XANADU 2.00: যার অবস্থান ওয়াশিংটন। বাড়িটি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস-এর মালিকানাধীন। ৬৬,০০০ বর্গ ফুট জমির উপর বাড়িটি নির্মিত এবং এতে রয়েছে ৬০ ফুট দীর্ঘ সুইমিং পুল। বাড়িটির নির্মাণ ব্যয় ১২০.৫ মিলিয়ন মার্কিন ডলার।

৮। ব্লোসম-স্টেট/BLOSSOM-ESTATE: যার অবস্থান ফ্লোরিডা। বাড়িটি বিশ্বের অন্যতম ধনী Kenneth Griffin এর মালিকানাধীন। বাড়িটির বিশেষ বৈশিষ্ট্য হল বাড়িটিতে রয়েছে নিজস্ব ফেরিঘাট ও বিশাল টেনিস কোর্ট। বাড়িটির নির্মাণ ব্যয় ১৩০ মিলিয়ন মার্কিন ডলার।

৭। ব্রোকেন ও রাঞ্ছ/Broken-O-Ranch: যার অবস্থান Montana, USA। বাড়িটি বিশ্বের অন্যতম ধনী Stan Kroenke এর মালিকানাধীন। বাড়িটির নির্মাণ ব্যয় ১৩২.৫ মিলিয়ন মার্কিন ডলার।

৬। এলিসন-স্টেট/ELLISON-ESTATE: যার অবস্থান ক্যালিফোর্নিয়া। বিশাল ধনকুবের মালিক এবং ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের নামানুসারে এ বাড়িটির নাম রাখা হয়েছে। বাড়িটির নির্মাণ ব্যয় ২০০ মিলিয়ন মার্কিন ডলার।

৫। ওয়ানহাইডপার্ক/OneHydePark: যার অবস্থান লন্ডন। ওয়ানহাইডপার্ক নামে পরিচিত বিশ্বের সবচেয়ে অসংযত এবং ব্যয়বহুল এপার্টমেন্ট এটি। বাড়িটির নির্মাণ ব্যয় ২২১ মিলিয়ন মার্কিন ডলার।

৪। কেনসিংটন প্যালেস গার্ডেন/Kensington Palace Garden: যার অবস্থান লন্ডন। বিলাসবহুল এ বাড়ির মালিক ধনকুব বারনিয়ে এককেলেস্টনের কন্যা তামারা। বাড়িটির নির্মাণ ব্যয় ২২২ মিলিয়ন ডলার।

৩। ভীল্লা লিওপোল্ড/Villa Leopolda: যার অবস্থান ফ্রান্স। পৃথিবীর সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় ফরাসি উদ্যান বাড়ি হিসেবে পরিচিত এ বাড়িটি। বেলজিয়ামের রাজা লিওপোল্ড-২ এর নামানুসারে বাড়িটির নামকরণ করা হয়। বাড়িটির নির্মাণ ব্যয় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার।

২। অ্যান্টিল্লা/ANTILLA: এটি ভারতে অবস্থিত। ভারতের শীর্ষ ধনকুবের রিলায়েন্স শিল্পগোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি অ্যান্টিল্লা বাড়ির মালিক। আটলান্টিক মহাসাগরের একটি মনোরম দ্বীপের নামানুসারে বাড়িটির নাম রাখা হয়েছে। ২৭ তলা বাড়িটির নির্মাণ ব্যয় ১ বিলিয়ন মার্কিন ডলার।

১। বাকিংহাম প্যালেস/BUCKINGHAM-PALACE: এটি Westminster, London, ইংল্যান্ড এ অবস্থিত। রাণী দ্বিতীয় এলিজাবেথের বাসভবন বাকিংহাম প্যালেস বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি। ১৭০৩ সালে এটি নির্মাণ করা হয়। এ প্রাসাদটিতে রয়েছে মোট ৭৭৫টি কক্ষ। বাড়িটির নির্মাণ ব্যয় হয় ১.৫৫ বিলিয়ন মার্কিন ডলার। [সংকলিত] [মো. সাইফুল ইসলাম]
[আলোকচিত্র: বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত]
বিশ্বের সবচেয়ে দামি ১০টি বাড়ি
Follow Us on Our YouTube channel: GEONATCUL