বৃক্ষরেখা | Tree Line
বৃক্ষরেখা [Tree Line] বলতে সাধারণত যে রেখার উপরে বৃক্ষরাজি বা গাছপালা বাঁচে না, সে রেখাকে বুঝায়। অর্থাৎ পার্বত্য অঞ্চলসমূহের উঁচু পর্বত বা পাহাড়ের নির্দিষ্ট একটি উচ্চতা থেকে কোনো বৃক্ষ বা গাছ দেখা যায় না। তার মানে হলো ঐ উচ্চতা থেকে গাছপালা বা বৃক্ষরাজি বাঁচতে পারে না। তাই ঐ উচ্চতা বরাবর যে রেখা কল্পনা করা হয় তাই হল বৃক্ষ রেখা। তবে উঁচু পর্বত বা পাহাড়ের নির্দিষ্ট এ উচ্চতার উপরে ঝোপঝাড় জন্মাতে দেখা যায়। এর চেয়ে আরও উপরের দিকে মস জাতীয় উদ্ভিদ জন্মায়। আবার অক্ষাংশগত অবস্থান অনুযায়ী পার্বত্য অঞ্চলসমূহে বৃক্ষ রেখার উচ্চতা কম বেশি হয়ে থাকে। যেমন – নিরক্ষীয় অঞ্চলে বৃক্ষরেখাটির অবস্থান উঁচু পর্বত বা পাহাড়ের অনেক উপরের দিকে থাকে। তবে মেরু অঞ্চলে বৃক্ষরেখার অবস্থান সমুদ্র সমতলে বা কোথাও তা আদৌ দেখা যায় না। [সংকলিত]
সহায়িকা: বাকী, আবদুল, (২০১৩), ভুবনকোষ, সুজনেষু প্রকাশনী, ঢাকা।
image source: Tree Line
বৃক্ষরেখা বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube channel: GEONATCUL