বৈজ্ঞানিক যন্ত্র এবং এসব যন্ত্রের ব্যবহার
July 17, 2017
মানুষ প্রয়োজনের তাগিদে বিভিন্ন সময়ে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করেন। এসব যন্ত্রপাতি আবিষ্কারে বিজ্ঞানীগণ নিরলসভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিজ্ঞানীদের এসব আবিষ্কৃত যন্ত্র ও এদের ব্যবহার সম্পর্কে আমরা খুব কমই জানি। এসব যন্ত্র ও এদের ব্যবহার সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। এরুপ কতিপয় গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক যন্ত্র ও এদের ব্যবহার সম্পর্কে নিচে তুলে ধরা হল:
যন্ত্রের নাম | যন্ত্রের ব্যবহার |
১. অলটিমিটার (altimeter) | উচ্চতা নির্ণায়ক যন্ত্র। |
২. অডিওমিটার (audiometer) | শ্রবণশক্তি পরিমাপ করার য্ন্ত্র। |
৩. অ্যামিটার (ammeter) | বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করার যন্ত্র। |
৪. অ্যানিমোমিটার (animeometer) |
বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপ করার যন্ত্র। |
৫. ওডোমিটার (odometer) | মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র। |
৬. ক্যালরিমিটার (calorimeter) | তাপ পরিমাপ করার যন্ত্র। |
৭. কার্ডিওগ্রাফ (cardiograph) | হৃৎপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র। |
৮. ক্রোনোমিটার (Chronometer) |
সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক বা সূক্ষ্ম সময় পরিমাপ করার যন্ত্র। |
৯. গ্যালভানোমিটার (galvanometer) |
ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র। |
১০. জেনারেটর (generator) | যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিতকরণ যন্ত্র। |
১১. ট্যাকোমিটার (tachometer) | উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র। |
১২. ড্রেজার (dredger) | পানির নিচের মাটি কাটার যন্ত্র। |
১৩. পেরিস্কোপ (periscape) | সাবমেরিন থেকে সমুদ্রের ওপরের বস্তু বা জাহাজ দেখার যন্ত্র। |
১৪. ফ্যাদোমিটার (phadometer) | সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র। |
১৫. ব্যারোমিটার (barometer) | বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র। |
১৬. ম্যানোমিটার (manometer) | গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র। |
১৭. ল্যাক্টোমিটার (lactometer) | দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র। |
১৮. সিসমোমিটার (seismometer) | ভূমিকম্প পরিমাপ করার যন্ত্র। |
১৯. স্ফিগমোম্যানোমিটার (sphgomomomometer) |
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র। |
Scientific Instruments and Their Use
Follow Us in Our YouTube channel: GEONATCUL