বৈদেশিক বিনিময় । Foreign Exchange
সাধারণ অর্থে দেশীয় মুদ্রা ছাড়া অন্য দেশের মুদ্রা বুঝানোর জন্য বিনিময় কথাটি ব্যবহার হয়। বৈদেশিক বিনিময় দ্বারা এক দেশের অর্থের সাথে অন্য দেশের বিনিময়কে বুঝায়। পৃথিবীর বিভিন্ন দেশে বিনিময়ের মাধ্যম হিসেবে বিভিন্ন প্রকার মুদ্রার প্রচলন রয়েছে। কিন্তু এক দেশের মুদ্রা অন্য দেশ সরাসরি গ্রহণ করতে পারে না। অর্থাৎ এক দেশের মুদ্রা দ্বারা অন্য দেশ সরাসরি কোনো পণ্যসামগ্রী ক্রয় করতে পারে না। এজন্য যখন কোনো দেশ হতে পণ্যসামগ্রী ক্রয় করতে ইচ্ছা জ্ঞাপন করে অথবা বিদেশি ঋণ পরিশোধ করতে চায়, তখন দেশি মুদ্রাকে বিদেশি মুদ্রায় রূপান্তরিত করে থাকে। এভাবে বৈদেশিক বিনিময় দ্বারা এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির পদ্ধতি বুঝানো হয়। তবে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে বৈদেশিক বিনিময়ের সংজ্ঞা প্রদান করেছেন।
হাইলি উহদার্স এর মতে, ‘Foreign exchange can be defined as the strategy of international transactions. By which one country conducts trade with another.’ (অর্থাৎ ‘বৈদেশিক বিনিময়কে আন্তর্জাতিক লেনদেনের কৌশল হিসেবে চিহ্নিত করা যায়। যার দ্বারা একটি দেশের সাথে অপর দেশের বাণিজ্য পরিচালিত হয়।’)
অধ্যাপক হার্টলির মতে, ‘Foreign exchange is a strategy for settling inter-country transactions.’ (অর্থাৎ ‘বৈদেশিক বিনিময় আন্তঃদেশ লেনদেন নিষ্পত্তির একটি কৌশল।’)
ব্রায়ান ট্যুয়(Tew) এর মতে, ‘Foreign exchange is a problem of external liquidity.’ (অর্থাৎ ‘বৈদেশিক বিনিময় হলো বহিঃস্থ তারল্যের (liquidity) একটি সমস্যা।’)
অধ্যাপক H.W. ইভিট (Evit) বলেন, ‘Foreign exchange is the branch of economics that deals with the conversion of one country’s currency into another country’s currency. It describes the method by which one country’s currency is converted into another country’s currency, the reason why, and how the currency exchange rate is determined.’ (অর্থাৎ বৈদেশিক বিনিময় অর্থনীতি শাস্ত্রের ঐ শাখা, যা কোনো দেশের মুদ্রার অধিকার অন্য দেশের মুদ্রায় রূপান্তর করে। এটি কী উপায়ে এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর করা হয় ঐ পদ্ধতি, তার কারণ, কীভাবে মুদ্রার বিনিময় হার নির্ধারণ হবে তা নির্দেশ করে।’)
পরিশেষ বলা যায় যে, বৈদেশিক বিনিময় বলতে এক দেশের মুদ্রাকে একটি নির্দিষ্ট নিয়মে অন্য দেশের মুদ্রায় রূপান্তরিত করাকে বুঝায়। [শারমিন জাহান সায়মা]
✅ বৈদেশিক বিনিময়ের সংজ্ঞা
✅ Definition of Foreign Exchange
Follow Us on Our YouTube channel: GEONATCUL