বৈদেশিক সাহায্য কি?
উন্নয়নশীল দেশসমূহ নানাবিধ প্রয়োজনে দাতা দেশ ও সংস্থা থেকে শর্তহীন ও শর্তযুক্তভাবে যে পরিমাণ অর্থ ও সম্পদ গ্রহণ করে, তাকে বৈদেশিক সাহায্য (foreign aid) বলে। বিদেশি বা বৈদেশিক সাহায্য অথবা আন্তর্জাতিক সাহায্য যে নামেই একে অভিহিত করা হোক না কেন, উন্নয়নশীল ও অনুন্নত দেশের জন্য এটি একটি অপরিহার্য অনুষঙ্গ। বৈদেশিক সাহায্য প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য মুখ্য। উন্নয়নশীল দেশগুলোর বাস্তব অভিজ্ঞতা এর প্রকৃষ্ট প্রমাণ। বৈদেশিক সাহায্যের উদ্দেশ্য বাণিজ্য হতে ভিন্ন। কারণ শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক ও মানবিক বৈদেশিক সাহায্যের প্রবাহ হয়। বৈদেশিক সাহায্য মূলত একমুখী, এখানে দাতা দেশ সাহায্য গ্রহণকারী দেশকে অধিকাংশ ক্ষেত্রে নানান শর্ত চাপিয়ে দেয়। বৈদেশিক সাহায্য অনেক প্রকারের হয়ে থাকে। যেমন: প্রকল্প সাহায্য, পণ্য সাহায্য, কারিগরি সাহায্য, অর্থ সাহায্য, সামরিক সাহায্য ও বৈদেশিক বেসরকারি বিনিয়োগ।
বিশেষ করে উন্নত দেশগুলো তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাছিল করার জন্য অপেক্ষাকৃত অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহকে সাহায্য করে থাকে। এতে করে সাহায্যপ্রাপ্ত দেশগুলো সর্বদা তাদের গোলামি করতে বাধ্য থাকে এবং তাদের যেকোনো সিদ্ধান্তকে মেনে নিতে বাধ্য থাকে।
পরিশেষে বলা যায়, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ বিশেষ করে আমেরিকা, কানাডা, রাশিয়া প্রভৃতি উন্নয়নশীল দেশগুলোকে নানাবিধ প্রয়োজনে বিভিন্ন সময়ে শর্তহীন কিংবা শর্তযুক্তভাবে যে পরিমাণ অর্থ ও সম্পদ প্রদান করে তাকে বৈদেশিক সাহায্য বলে। [শারমিন জাহান সায়মা]
সহায়ক গ্রন্থ: আলী, মোঃ সাহেব, জুলাই-২০১৯, আন্তর্জাতিক বাণিজ্য, পৃষ্ঠা ১৪০।
বৈদেশিক সাহায্য বলতে কি বুঝ?
Follow Us in Our Youtube Channel: GEONATCUL