ব্যবসায় নৈতিকতা কী?
ব্যবসায় নৈতিকতা ব্যবসায়ের ক্ষেত্রে সত্য ও ন্যায় বিচার বিবেচনার সাথে সংশ্লিষ্ট। ব্যবসায় নৈতিকতার বিভিন্ন দিক রয়েছে, যেমন – সমাজের প্রত্যাশা, স্বচ্ছ প্রতিযোগিতা, বিজ্ঞাপন, জনসংহতি, সামাজিক দায়দায়িত্ব, ক্রেতার স্বাধীনতা এবং দেশে-বিদেশে ব্যবসায়িক আচরণ ইত্যাদি। কখনো কখনো ব্যবসায় নৈতিকতাকে ব্যবস্থাপনা নৈতিকতা, সাংগঠনিক নৈতিকতা বলেও আখ্যায়িত করা হয়। ব্যবসায় নৈতিকতা সাধারণ নৈতিকতার বিশেষায়িত শাখা, যা ব্যবসায়ের ক্ষেত্রে সমস্যা সমাধানে নৈতিকতার বিষয়গুলো বিবেচনা করতে সতর্ক করে দেয়। নৈতিকতা মানুষের চরিত্র নিয়ে গবেষণা করে। সাধারণভাবে নৈতিকতা বলতে বুঝায় ব্যক্তিকে সতর্ক করার, অভিজ্ঞতা অর্জনের পদ্ধতিগত প্রচেষ্টা এবং এটি এমনভাবে করা হয়, যাতে মানুষের আচরণকে ভালো কাজের দিকে পরিচালিত করা যায়। এক্ষেত্রে ব্যবসায়ের কার্যক্রম পরিচালনার জন্য নৈতিকতার ব্যবহারকে ব্যবসায় নৈতিকতা বলে। ব্যবসায় নৈতিকতাকে ব্যবস্থাপনা বা ব্যবস্থাপকীয় নৈতিকতাও বলে। বিভিন্ন লেখক বিভিন্নভাবে ব্যবসায় নৈতিকতাকে সংজ্ঞায়িত করেছেন। যেমন:
Weihrich & Koontz বলেন, “ব্যবসায় নৈতিকতা সত্য ও ন্যায় বিবেকের সাথে সংশ্লিষ্ট এবং এর বিভিন্ন দিক রয়েছে, যেমন- সমাজের প্রত্যাশা, সুষ্ঠু প্রতিযোগিতা, বিজ্ঞাপন, গণসম্পর্ক, সামাজিক দায়িত্ব, ক্রেতা স্বাধীনতা এবং দেশে-বিদেশে প্রাতিষ্ঠানিক আচরণ।” (Business ethics is concerned with truth and justice and has verity of aspects such as the expectation of society, fair competition, advertising public relations social responsibilities, consumer autonomy and corporate behaviour in the home country as well as abroad.)
S.J. Skinner and J.M. Ivencevich এর মতে, “ব্যবসায় নৈতিকতা হলো ব্যবসায় কার্যক্রম ও আচরণের ভুল ও শুদ্ধশুদ্ধি মূল্যায়ন করা।” (Business ethics is the evaluation of business activities and behaviour as right or wrong.)
Bartol and Marin-এর মতে, “ব্যবস্থাপকীয় নৈতিকতা হলো আচরণের মান এবং নৈতিকতা সুবিচার যা ব্যবসায় পরিচালনার জন্য ব্যবস্থাপকগণ ব্যবহার করে থাকে।” (Managerial ethics are standards of conduct and moral judgment used by managers of organization in carrying out their business.)
সুতরাং ব্যবসায় নৈতিকতা হলো এমন একটি উপায়, যাতে ব্যবসায়ের কার্যক্রমের নৈতিক জ্ঞান ও নীতি প্রয়োগ করে ভালো-মন্দ ও শুদ্ধা-শুদ্ধি যাচাই করা যায়। হয়। [শারমিন জাহান সায়মা]
সহায়িকা: আলাউদ্দিন, প্রফেসর ড. মোঃ; উদ্দীন, প্রফেসর ড. মোঃ সেরাজ; আতিকুজ্জামান, এম. এম.; প্রধান, মোঃ সাইফুল্লাহ; (জানুয়ারি, ২০১৯); ব্যবসায় গবেষণা Business Research; গ্রন্থ কুটি: ঢাকা; পৃষ্ঠা-৪০।
ব্যবসায়ের নৈতিকতা কী
Follow Us in Our Youtube Channel: GEONATCUL