ব্যয়-সুবিধা বিশ্লেষণ | Cost-Benefit Analysis

ব্যয়-সুবিধা বিশ্লেষণ (cost-benefit analysis) বা সুবিধা-ব্যয় বিশ্লেষণ (benefits-cost analysis) একই অর্থে ব্যবহৃত হয়। ব্যয় সুবিধা বিশ্লেষণ হলো একটি কৌশল, যা ব্যবহৃত হয় সঠিক বিকল্পসমূহ নির্ধারণ ও ব্যবহার করার জন্য, যা প্রকল্পের ব্যয়ের তুলনায় সর্বাধিক সুবিধা প্রদান করে। এই সুবিধা হতে পারে শ্রম, সময় ও ব্যয় সাশ্রয় ইত্যাদির মাধ্যমে। নিচে ব্যয়-সুবিধা বিশ্লেষণের কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো:

১. Wikipedia, ‘The cost benefit analysis is a systematic process for calculating and comparing benefits and costs of a project.’ (অর্থাৎ ব্যয়-সুবিধা বিশ্লেষণ হলো একটি প্রকল্পের ব্যয়-সুবিধা নির্ধারণ ও তুলনা করার একটি পদ্ধতিগত প্রক্রিয়া।)

২. What is Com. অনুযায়ী, ‘Cost Benefit Analysis (CBA) is an analytical tool for assessing and the pros and cons of moving forward with a business proposal.’ (অর্থাৎ একটি প্রস্তাবিত ব্যবসায় সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে বিপক্ষে যুক্তিসমূহ মূল্যায়নের একটি হাতিয়ার হলো ব্যয়-সুবিধা বিশ্লষণ।)

৩. The Economic Times, ‘The cost benefit analysis is a procedure for estimating costs involved and possible profits to be derived from a business opportunity or proposal.’ (অর্থাৎ ব্যয়-সুবিধা বিশ্লেষণ হলো একটি ব্যবসায় বা প্রস্তাবিত প্রকল্পের সাথে জড়িত ব্যয়সমূহ এবং সম্ভাব্য আয় নিরূপণের একটি পদ্ধতি।)

৪. Business Dictionary, ‘Cost benefit analysis is a process of quantifying costs and benefits of a decision, program, or project and those of its alternatives in order to have a single scale of comparison for unbiased evaluation.’ (অর্থাৎ ব্যয়-সুবিধা বিশ্লেষণ হলো সিদ্ধান্ত প্রোগ্রাম বা প্রকল্পের ব্যয় ও সুবিধাসমূহের সংখ্যাত্মক প্রকাশের একটি প্রক্রিয়া, যাতে একটি একক স্কেলে নিরপেক্ষভাবে বিকল্পসমূহের তুলনা করা যায়।)

৫. Free dictionary, ‘Cost benefit analysis is an analysis of the cost effectiveness of different alternatives in order to see whether the benefits outweigh the costs.’ (অর্থাৎ ব্যয়সমূহের তুলনায় সুবিধাদি বেশী হয় কিনা দেখার জন্য বিভিন্ন বিকল্পসমূহের ব্যয় কার্যকারিতা বিশ্লেষণ হলো ব্যয় সুবিধা বিশ্লেষণ।)

উপরোক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, কোন প্রকল্প বা প্রস্তাবিত প্রকল্পের বিকল্পসমূহের ব্যয়-সুবিধা তুলনা, মূল্যায়ন বিশ্লেষণের একটি পদ্ধতিগত প্রক্রিয়া হলো ব্যয়-সুবিধা বিশ্লেষণ। [শারমিন জাহান সায়মা]


সহায়িকা: রাসুল, ড. মো: সিরাজুর এবং ইসলাম, মো: নজরুল, প্রকল্প ব্যবস্থাপনা, (২০১৬/১৭), কমার্স পাবলিকেশন্স, ঢাকা, পৃষ্ঠা ৪২।


✅ ব্যয়-সুবিধা বিশ্লেষণ বলতে কি বুঝায়?
What is Meant by Cost-Benefit Analysis?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply