ভদ্রায়ন | Gentrification
October 14, 2019
ভদ্রায়ন (gentrification) হলো নগর বা নগরায়ন শাস্ত্রের আবাসন উন্নয়ন সম্পর্কিত একটি পদ বা পরিভাষা (term)। নগরের কেন্দ্রস্থলের ঘিঞ্জি বস্তি এলাকাসমূহ ধনী নগরবাসী কর্তৃক অধিগ্রহণ কিংবা মালিকানা গ্রহণ করে উন্নত ও অভিজাত একক পরিবারের গৃহায়ণ করার প্রক্রিয়াকে ভদ্রায়ন (gentrification) বলে। কাজ ও বিনোদনের সুবিধার জন্য ধনিক শ্রেণির লোকজন শহরের কেন্দ্রস্থলের এলাকাগুলোতে থাকতে চায়। ফলে ভদ্রায়নের (gentrification) সূচনা ঘটে। এ ধরনের প্রক্রিয়াকে ধনিক শ্রেণি কর্তৃক দরিদ্র এলাকা ‘গ্রাসকরণ’ও বলা যেতে পারে। কারণ অনেক সময় দেখা যায় যে, জমি ক্রয় করা ছাড়াও জোরপূর্বক দরিদ্রদের উচ্ছেদের ঘটনাও ঘটে। উদাহরণস্বরূপ- কোন কোন শহরের বহুতল এ্যাপার্টমেন্ট সংস্কৃতি (culture) এ ধরনের ভদ্রায়নেরই উদাহরণ।
ভদ্রায়ন কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL