ভূদৃশ্য বলতে কি বুঝায়?
পৃথিবী পৃষ্ঠের যাবতীয় ভূ-প্রাকৃতিক রূপ এবং মানুষের ভূমি ব্যবহারজনিত যাবতীয় অবয়ব বা কাঠামোর মিলিয়ে ভূমির উপরে যে সমাহার বা দৃশ্য গড়ে উঠেছে তাকেই ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ [Landscape] বলে। এখানে, ভূ-প্রাকৃতিক রূপ বলতে প্রাকৃতিকভাবে সৃষ্ট নদী-নালা, অরণ্য, পাহাড়-পর্বত, সাগর, মহাসাগর ইত্যাদিকে বুঝানো হয়েছে। আর মানুষের ভূমি ব্যবহারজনিত যাবতীয় অবয়ব বা কাঠামো বলতে মানুষ কর্তৃক নির্মিত ঘর-বসতি, শিল্পকারখানা, পার্ক, সড়ক, ইত্যাদিকে বুঝানো হয়েছে। এ ভূদৃশ্য যেমন প্রকৃতির প্রতিফলন, তেমনি মানুষের শিল্প ও ঐতিহ্যেরও প্রতিফলন।
আধুনিক ফরাসি ভূগোলবিদ পল ভিদাল দিলা লা ব্লাশ [Paul Vidal de La Blache] হলেন ভূদৃশ্য ব্যাখ্যা ও পঠন চিন্তার পুরোধা। তিনি “জেনের দে ভিইয়ের” (genre de vie) ধারণাটি নিজের মধ্যে ধারণ করতেন। “জেনের দে ভিইয়ের” ধারণাটিতে বিশ্বাস করা হয় যে, ভূমিরূপের উপর অঙ্কিত সামাজিক, অর্থনৈতিক, মতাদর্শগত এবং মানসিক পরিচয়ের দ্বারা একটি নির্দিষ্ট অঞ্চলের জীবনধারা প্রতিফলিত হয়। [সংকলিত]
ভূদৃশ্য কাকে বলে?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL