মরুজ ক্রমাগমন, মরু উদ্ভিদ ও মরুদ্যান

মরুজ ক্রমাগমন [Xerosere] বলতে মরু অঞ্চলে কিংবা বালুকাময় শুষ্ক নিবাসে উদ্ভিদের বিভিন্ন প্রজাতির ক্রমাগত আগমন বা উত্তরণকে বুঝায়। একে আবার মরুসিরিও বলা হয়ে থাকে। মরুসিরির প্রথম পর্যায়কে সমাঙ্গ লাইকেন পর্যায় (crustiness lichen stage) বলে। Scytonema, Rhizocarpona প্রভৃতি হল প্রথম পর্যায়ের উদ্ভিদ। মরুসিরি ৬টি পর্যায়ে সমাপ্ত হয়ে থাকে। সর্বশেষ ও চূড়ান্ত পর্যায়টি হল অরণ্য পর্যায় (forest stage)।
মরু উদ্ভিদ [Xerophyte] বলতে মরু অঞ্চলের বিরূপ পরিবেশের কিংবা বালুকাময় শুষ্ক নিবাসের বিভিন্ন প্রজাতির উদ্ভিদকে বুঝায়। যেমন- ক্যাকটাস, ফণিমনসা, খেজুর প্রভৃতি নানা প্রজাতির উদ্ভিদ।
মরুদ্যান [Oasis] বলতে মরুভূমিতে কিংবা বালুকাময় শুষ্ক ভূমিতে গড়ে উঠা বৃক্ষশোভিত সবুজ এলাকাকে বুঝায়। সাধারণ মরুভূমির যেসব এলাকায় পানিস্তর ভূ-পৃষ্ঠের খুব কাছাকাছি কিংবা অন্যকোন পানির উৎস রয়েছে, কেবল সেসব এলাকায় মরুদ্যান গড়ে উঠতে দেখা যায়। খেজুর ও গুল্ম গাছবিশিষ্ট এরূপ মরুদ্যানকে ঘিরে মানব বসতি গড়ে উঠে। এসব মরুদ্যানে বেদুঈনরা বসবাস করে। বর্তমানে মরুদ্যানকে ঘিরে আধুনিক বসতি গড়ে উঠতে দেখা যায়। লিবিয়া, সৌদি আরব প্রভৃতি মরুভূমিবিশিষ্ট দেশসমূহে এধরনের মরুদ্যান বেশি দেখা যায়।
Image Source: Xerophyte & Oasis
মরুজ ক্রমাগমন কী?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL