মানবিক পরিবেশ | Man-made Environment
March 13, 2021
মানবিক পরিবেশ [Man-made Environment] বলতে সাধারণত মানব সৃষ্ট সকল প্রকারের উপাদান নিয়ে গঠিত পরিবেশকে বুঝায়। অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থানের প্রাকৃতিক উপাদানসমূহ (physical components) ছাড়া মানব কর্তৃক সৃষ্ট যাবতীয় উপাদানই মানবিক পরিবেশের অংশ। মানবিক পরিবেশকে আবার সাংস্কৃতিক পরিবেশ (cultural environment) বলা হয়। মানুষ তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের মধ্যে মানবিক বা সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলে। যেমন – মানুষের আচার-আচরণ, ভাষা, কৃষি, বসতি, যোগাযোগ ব্যবস্থা, শিল্প, সাহিত্য, শহর, নগর, রাষ্ট্র, প্রভৃতি সবকিছুই মানবিক পরিবেশের অন্তর্ভুক্ত উপাদানের উৎকৃষ্ট উদাহরণ। [সংকলিত]
মানবিক পরিবেশ কাকে বলে উদাহরণ দাও?
সহায়িকা: বাকী, আবদুল, ভুবনকোষ, ২০১৩, সুজনেষু প্রকাশনী, ঢাকা, পৃষ্ঠা ২৪৫।
Follow Us on Our YouTube channel: GEONATCUL