মিশরকে নীলনদের দান বলা হয় কেন?

আনুমানিক খ্রীস্টপূর্ব ৫,০০০ অব্দ থেকে মিশরীয় সভ্যতার যাত্রা শুরু হয়। সে সময় নীলনদের তীরে মিশরীয়রা নগরকেন্দ্রিক সভ্যতার বিকাশ ঘটায়। সেচ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই মানুষ প্রথমে দলে দলে নীলনদের চারপাশে জড়ো হয়েছিল। তারপরে তামা আর ব্রোঞ্জের অস্ত্র তৈরির জন্য গড়ে উঠতে থাকে ছোট ছোট কারখানা। সবকিছু মিলিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে রাষ্ট্র। সময়ের প্রয়োজনে তৈরি হতে থাকে অনেক রাস্তাঘাট। ফারাও, অভিজাত আর ধনীদের জন্য তৈরি করা হয় দালানকোঠা। এভাবেই মিশরের সূচনা ঘটে নগরসভ্যতার। নীলনদকে কেন্দ্র করে এত সব কাণ্ড ঘটেছে বলে মিশরকে নীলনদের দান বলা হয়। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: হাছান, মোঃ মাহমুদুল, (জুন ২০১৩), ইসলামের ইতিহাস (একাদশ-দ্বাদশ), ঢাকা: লেকচার পাবলিকেশন্স লি., পৃষ্ঠা ৪৭, ৪৮।


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply