মূল চিহ্ন | Bench Mark

মূল চিহ্ন (bench mark) বলতে সাধারণত কোন একটি স্থানের উচ্চতার মানসহ দিক নির্দেশক তীর চিহ্নযুক্ত স্তম্ভকে বুঝায়। অর্থাৎ জরিপের মাধ্যমে গড় সমুদ্র সমতল (mean sea level) থেকে কোন একটি স্থানের উচ্চতার মান নির্ণয় করা হয়। নির্ণীত উচ্চতার এ মানটি ঐ স্থানে একটি স্তম্ভের উপরে লিখে রাখা হয়। দিক নির্দেশক তীর ও উচ্চতার মান (elevation) যুক্ত এ স্তম্ভকে মূল চিহ্ন বা বেঞ্চ মার্ক বলা হয়। একে আবার রেফারেন্স মার্কও (reference mark) বলা হয়। মানচিত্রে BM লিখে মূল চিহ্ন বা বেঞ্চ মার্ক (bench mark) নির্দেশ করা হয়। উচ্চতার মান (elevation) ফুট, সেন্টিমিটার, মিটার প্রভৃতি একক দিয়ে লেখা থাকে। কোন জরিপকালে বেঞ্চ মার্কের উচ্চতার মানকে একটি নির্দিষ্ট সহায়ক মান হিসেবে ধরে নিয়ে পার্শ্ববর্তী অন্যান্য স্থানগুলোর উচ্চতার মান নির্ণয় করা যায়।
মূল চিহ্ন বা বেঞ্চ মার্ক কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL
[আলোকচিত্র সংগৃহীত]