গুরুত্বপূর্ণ মেডিকেল টার্ম | Some Important Medical Terms
কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল টার্ম [Some Important Medical Terms] এবং তাদের অর্থ নিম্নে উল্লেখ করা হলো :
1. ব্রেডিকার্ডিয়া (Bradycardia) – স্বাভাবিকের চেয়ে ধীর হৃদস্পন্দন;
2. টাকিকার্ডিয়া (Tachycardia) – স্বাভাবিকের চেয়ে দ্রুত হৃদস্পন্দন;
3. হাইপারটেনশন (Hypertension) – উচ্চ রক্তচাপ;
4. হাইপোটেনশন (Hypotension) – নিম্ন রক্তচাপ;
5. ডিসপনিয়া (Dyspnea) – শ্বাসকষ্ট;
6. সাইনোসিস (Cyanosis) – শরীরে অক্সিজেনের ঘাটতির কারণে ত্বক বা ঠোঁট নীলচে হয়ে যাওয়া;
7. এডিমা (Edema) – শরীরে পানি জমে ফুলে যাওয়া;
8. এনিমিয়া (Anemia) – রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা;
9. হাইপোগ্লাইসেমিয়া (Hypoglycemia) – রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া;
10. হাইপারগ্লাইসেমিয়া (Hyperglycemia) – রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া;
11. ইনফার্কশন (Infarction) – রক্তপ্রবাহ বন্ধ হয়ে কোনো টিস্যু বা অঙ্গের কোষ মারা যাওয়া;
12. নেক্রোসিস (Necrosis) – কোষ বা টিস্যুর মৃত্যু;
13. সেপসিস (Sepsis) – রক্তে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়া;
14. অ্যানালজেসিক (Analgesic) – ব্যথা কমানোর ওষুধ;
16. এন্টিবায়োটিক (Antibiotic) – ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধকারী ওষুধ;
17. প্রোগনোসিস (Prognosis) – রোগের সম্ভাব্য উন্নতি বা অবনতির পূর্বানুমান;
18. মেলিনা (Melena) – মলের সাথে রক্তপাত;
19. হেমোপটাইসিস (Haemoptysis) – কফের সাথে রক্তপাত;
20. হেমাচুরিয়া (Haematuria) – মূত্রের সাথে রক্তপাত;
21. হেমাটেমেসিস (Haematemasis) – বমির সাথে রক্তপাত;
22. অ্যাপিসটাক্সিস (Epistaxis) – নাক দিয়ে রক্তপাত হওয়া। [ইশরাত জাহান মিম] [সংকলিত]