মৌলিক গবেষণা | Fundamental Research
February 19, 2021
মৌলিক গবেষণা [Fundamental Research] বলতে প্রকৃত সত্য, ঘটনা ও নিয়ম উদ্ভাবনের কিংবা বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য পরিচালিত গবেষণাকে বুঝায়। অর্থাৎ প্রাকৃতিক কিংবা সামাজিক যে কোনো ঘটনা সম্পর্কিত প্রকৃত সত্য বা নিয়ম উদ্ভাবনের জন্য মৌলিক গবেষণা কাজ পরিচালনা করা হয়। মৌলিক গবেষণায় সাধারণীকরণ ও নীতি বা তত্ত্ব নির্মাণ করার অনেক সুযোগ থাকে। এ গবেষণা বাস্তব কোনো ক্ষেত্রে প্রয়োগের কিংবা সমস্যার সমাধানের জন্য পরিচালিত হয় না। বরং বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্যই এধরনের গবেষণা কাজ পরিচালিত হয়ে থাকে। এধরনের গবেষণাকে অনেকে বিশুদ্ধ গবেষণাও (pure research) বলে। যেমন – প্রাকৃতিক পরিবেশ সম্পর্কিত গবেষণা, মানব পরিবেশ সম্পর্কিত গবেষণা প্রভৃতি। [সংকলিত]
মৌলিক গবেষণা পদ্ধতি কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL