রক্তচাপ | Blood Pressure
রক্তচাপ (blood pressure) হলো পার্শ্বীয় চাপ, যা রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তনালীর দেয়ালে প্রয়োগ করে থাকে। অথবা, রক্তচাপ হলো রক্তনালীগুলির দেয়ালে রক্তের প্রয়োগকৃত বল, যা হৃৎপিণ্ড থেকে রক্ত ঠেলে দেয়ার সময় সৃষ্টি হয়। বিভিন্ন রোগে রোগীর রক্তচাপ বৃদ্ধি বা হ্রাস পায় এবং কখনও কখনও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে।
রক্তচাপ পরিমাপের উদ্দেশ্য : যেসব উদ্দেশ্যে রক্তচাপ নির্ণয় করা হয়, নিম্নে সেসব উল্লেখ করা হলো।
১। একটি নির্দিষ্ট স্থানে রক্ত প্রবাহের পর্যাপ্ততা মূল্যায়ন করার জন্য; উদাহরণস্বরূপ: প্যাডেল পালস কথা বলে একটি পায়ে রক্ত প্রবাহের মূল্যায়ন করার জন্য।
২। একটি নাড়ির হার, ছন্দ, আয়তন এবং চিন্তা মূল্যায়ন করতে; যা একটি সাধারণ সমস্যাকে প্রতিফলিত করতে পারে, যেমন: ধীর হৃদস্পন্দন।
৩। নাড়ি হার স্বাভাবিক সীমার মধ্যে শনাক্ত করতে।
৪। সেবা শুশ্রূষার ফলাফল মূল্যায়ন করতে।
৫। রোগীর অবস্থা পর্যবেক্ষণ করতে; চিকিৎসা কর্মীদের সাহায্য করার জন্য। (যেমন- উচ্চ রক্তচাপ।)
৬। রোগ নির্ণয় করতে। [ইশরাত জাহান মিম]
রক্তচাপ কাকে বলে?
সহায়িকা : Sheikh Md. Zahirul Alam (ph.D), Inspire- Fundamentals Of Nursing, Diploma in Nursing Science and Midwifery (1st year), Page: 249.
Image: wikipedia.org