রক্তচাপ | Blood Pressure

রক্তচাপ, Blood pressure monitoring

রক্তচাপ (blood pressure) হলো পার্শ্বীয় চাপ, যা রক্ত ​​প্রবাহিত হওয়ার সময় রক্তনালীর দেয়ালে প্রয়োগ করে থাকে। অথবা, রক্তচাপ হলো রক্তনালীগুলির দেয়ালে রক্তের প্রয়োগকৃত বল, যা হৃৎপিণ্ড থেকে রক্ত ​​ঠেলে দেয়ার সময় সৃষ্টি হয়। বিভিন্ন রোগে রোগীর রক্তচাপ বৃদ্ধি বা হ্রাস পায় এবং কখনও কখনও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে।

রক্তচাপ পরিমাপের উদ্দেশ্য : যেসব উদ্দেশ্যে রক্তচাপ নির্ণয় করা হয়, নিম্নে সেসব উল্লেখ করা হলো।

১। একটি নির্দিষ্ট স্থানে রক্ত ​​​​প্রবাহের পর্যাপ্ততা মূল্যায়ন করার জন্য; উদাহরণস্বরূপ: প্যাডেল পালস কথা বলে একটি পায়ে রক্ত ​​​​প্রবাহের মূল্যায়ন করার জন্য।
২। একটি নাড়ির হার, ছন্দ, আয়তন এবং চিন্তা মূল্যায়ন করতে; যা একটি সাধারণ সমস্যাকে প্রতিফলিত করতে পারে, যেমন: ধীর হৃদস্পন্দন।
৩। নাড়ি হার স্বাভাবিক সীমার মধ্যে শনাক্ত করতে।
৪। সেবা শুশ্রূষার ফলাফল মূল্যায়ন করতে।
৫। রোগীর অবস্থা পর্যবেক্ষণ করতে; চিকিৎসা কর্মীদের সাহায্য করার জন্য। (যেমন- উচ্চ রক্তচাপ।)
৬। রোগ নির্ণয় করতে। [ইশরাত জাহান মিম]


রক্তচাপ কাকে বলে?


সহায়িকা : Sheikh Md. Zahirul Alam (ph.D), Inspire- Fundamentals Of Nursing, Diploma in Nursing Science and Midwifery (1st year), Page: 249.


Image: wikipedia.org


 

Leave a Reply