রক্তরস ও রক্তরসের কাজ
রক্তরস কি?
রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশকে রক্তরস (blood plasma) বলা হয়। রক্তরস তরল কঠিন পদার্থের সমন্বয়ে তৈরি। এতে তরল পদার্থের (পানির) পরিমাণ ৯০ – ৯২% এবং কঠিন পদার্থের পরিমাণ ৮ – ১০%।

রক্তরসের কাজ কি?
১. রক্তের তরলতা রক্ষা করে এবং ভাসমান রক্ত কণিকাসহ অন্যান্য দ্রবীভূত হয়ে পদার্থ দেহের সর্বত্র পরিবাহিত করে।
২. পরিপাকের পর খাদ্যসার রক্তরসে দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন টিস্যু ও অঙ্গে বাহিত করে।
৩. টিস্যু থেকে যে সব বর্জ্যপদার্থ বের হয়, তা রেচনের জন্য বৃক্কে (kidney) নিয়ে যায়।
৪. টিস্যুর অধিকাংশ কার্বন ডাই অক্সাইড রক্তরসে বাইকার্বনেটরূপে দ্রবীভূত থাকে।
৫. রক্তরসে অল্প পরিমাণে অক্সিজেন বাহিত হয়।
৬. লোহিত কণিকায় সংঘবদ্ধ হওয়ার আগে অক্সিজেন প্রথমে রক্তরসেই দ্রবীভূত হয়।
৭. রক্তরসের মাধ্যমে হরমোন, এনজাইম, লিপিড, প্রভৃতি বিভিন্ন অঙ্গে বাহিত হয়।
৮. রক্তরস রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে।
৯. রক্তরস জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে।
১০. যকৃত, পেশি, ইত্যাদি অঙ্গে উৎপন্ন তাপ শক্তিকে সমগ্র দেহে পরিবহন করে দেহে তাপের সমতা রক্ষা করে। [ইশরাত জাহান মিম]
রক্তরসের কাজ কি?
Follow Us in Our Youtube Channel: GEONATCUL