রক্ত ও রক্তের উপাদান
রক্ত (blood) কি?
রক্ত হল মানুষের জীবন রক্ষাকারী এক বিশেষ তরল যোজক কলা বা টিস্যু (tissue)। এ কলা বা টিস্যুর মাধ্যমে বিভিন্ন রক্তবাহিকা দেহের সকল কোষে পুষ্টি, ইলেক্ট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন কোষ, ইত্যাদি বহন করে এবং কার্বন-ডাই-অক্সাইড ও বর্জ্য পদার্থ প্রত্যাহৃত (retracted) হয়। একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে ৫ – ৬ লিটার রক্ত থাকে। রক্ত সামান্য ক্ষারীয় (alkaline) হয়ে থাকে। রক্তের স্বাভাবিক pH মাত্রা ৭.৩৫ – ৭.৪৫। রক্তের স্বাভাবিক তাপমাত্রা ৩৬ – ৩৮ ° সেলসিয়াস। অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা (salty)।

ছবি: redcrossblood.org
রক্তের উপাদান (components of blood) কি ?
একটি টেস্টটিউবে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘুরালে রক্ত দু’টি স্তরে বিভক্ত হয়ে পড়ে। উপরের হালকা হলুদ বর্ণের যে অংশটি দেখা যায় (৫৫%) সেটি (১) রক্তরস (blood plasma) এবং নিচের লালচে ও গাঢ়তর যে অংশটি দেখা যায় (৪৫%) সেটি হলো (২) রক্তকণিকা (blood corpuscles)। (৩) শ্বেত রক্তকণিকা (white blood cells) এবং প্লেটলেট (platelets) নামক আরও রক্ত উপাদান রয়েছে, যা রক্তের (<1%) গুরুত্বপূর্ণ উপাদান। [ইশরাত জাহান মিম]
রক্তের উপাদান কয়টি?
Follow Us in Our Youtube Channel: GEONATCUL