রপ্তানি উন্নয়ন ব্যুরো কী?
রপ্তানি উন্নয়ন ব্যুরো (Export Promotion Bureau) হলো আয়-বৃদ্ধি সম্পর্কিত কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠান। সরকার দেশের রপ্তানি উন্নয়নের জন্য ‘বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো’ গঠন করেছেন। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের উন্নয়ন, সম্প্রসারণ ও রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে লেনদেনের ভারসাম্যের উন্নতি সাধন, তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রতিষ্ঠা করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো হলো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এর ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব একটি পরিচালনা বোর্ডের উপর ন্যস্ত। এ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পদাধিকার বলে বাণিজ্যমন্ত্রী পালন করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বেসরকারি শিল্প ও বাণিজ্য খাত হতে পরিচালনা বোর্ডের সদস্য নির্বাচিত করা হয়। এই ব্যুরোর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। এছাড়া পুরাতন বিভাগীয় শহর এবং কুমিল্লা ও বগুড়ায় এর শাখা অফিস রয়েছে।
বাংলাদেশের রপ্তানি সম্পর্কিত কার্যক্রমের কেন্দ্রবিন্দু হলো রপ্তানি উন্নয়ন ব্যুরো। এ ব্যুরো দেশের রপ্তানি ও রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বেশকিছু কর্মসূচি গ্রহণ করেছে। নিচে এসব কর্মসূচি নিয়ে আলোচনা করা হলো:
১। মেলার আয়োজন: বাংলাদেশের চামড়ার গুণগত মান উন্নত হলেও এ খাতে রপ্তানি আয় মোটেই আশানুরূপ নয়। এমতাবস্থায় চামড়া খাতে রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত ১২ দফা কর্মসূচির অংশ হিসেবে রপ্তানি উন্নয়ন ব্যুরো হোটেল সোনারগাঁও একটি আন্তর্জাতিক চামড়া মেলার আয়োজন করে। চামড়া ও চামড়াজাত পণ্যের প্রতি বিদেশিদের আকৃষ্ট করার জন্যই মূলত এ মেলার আয়োজন করা হয়।
২। আন্তর্জাতিক বাণিজ্য মেলা: বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে। মূলত দেশের রপ্তানি বাণিজ্যের উন্নয়নের জন্য এ ধরনের মেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তত্ত্বাবধানে এসব মেলায় দেশের রপ্তানি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পণ্য প্রদর্শন করে। ইতোমধ্যে বিশ্বের কয়েকটি দেশে এ ধরনের মেলার ব্যবস্থা করা হয়েছে।
৩। ফ্যাশন ইনস্টিটিউট স্থাপন: বাংলাদেশে একটি ফ্যাশন ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রতিষ্ঠান হতে ডিগ্রীপ্রাপ্ত যুবকেরা তৈরি পোশাকের আনুষ্ঠানিক ডিজাইন ও মান সংরক্ষণ করতে সক্ষম হবে। ফলে পোশাকের রপ্তানি বাজার সম্প্রসারিত হবে।
৪। ট্রেড ইনস্টিটিউট স্থাপন: রপ্তানি উন্নয়ন ব্যুরো দেশে একটি ‘ফরেন ট্রেড ইনস্টিটিউট’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। দেশীয় শিল্প উদ্যোক্তা ও রপ্তানিকারকরা এ ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণ করে রপ্তানি বাড়াতে সক্ষম হবে।
৫। বিদেশি মিশনে পণ্য প্রদর্শনী: বাংলাদেশের পণ্য সামগ্রী বিদেশিদের নিকট পরিচিত তথা আকৃষ্ট করার লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো বিদেশে বাংলাদেশের মিশনসমূহে রপ্তানি পণ্যাদি প্রদর্শনের করার উদ্যোগ নিয়েছে। [শারমিন জাহান সায়মা]
সহায়িকা: জোয়ারদার, সুকেশ চন্দ্র; আলম, মোঃ শাহ; আখতার, সুফিয়া ও ইসলাম, মোঃ নজরুল, (২০২০), আন্তর্জাতিক বাণিজ্য, ঢাকা: মিলেনিয়াম পাবলিকেশন্স, পৃষ্ঠা ৪৬।
রপ্তানি উন্নয়ন ব্যুরো কাকে বলে?
Follow Us on Our YouTube channel: GEONATCUL