রপ্তানি বাণিজ্য বলতে কি বুঝায়?

বিশ্বায়ন ও বিশেষায়নের এই যুগে কোনো দেশই প্রয়োজনীয় সকল সামগ্রী নিজে উৎপাদন করতে পারে না। সুযোগ রয়েছে এমন ক্ষেত্রে বাড়তি উৎপাদন করে একটা দেশ তা বিদেশে বিক্রয়পূর্বক ঘাটতি সামগ্রী বিদেশ থেকে ক্রয় করে। এই আন্তঃদেশীয় ক্রয় ও বিক্রয় সংঘটিত হওয়ার বিক্রয় কাজকে রপ্তানি বাণিজ্য (export trade) বলে। সাধারণ অর্থে, কোন কিছুর বিনিময় স্বদেশ থেকে বিদেশে পণ্য প্রেরণের নামই হলো রপ্তানি বাণিজ্য। ব্যাপক অর্থে, কোনো দেশ যখন তার দেশে উৎপাদিত বা উদ্বৃত্ত পণ্য অন্য কোনো দেশে বিক্রয় করে তখন তাকে রপ্তানি বাণিজ্য বলে। এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ দিক। নিম্নে রপ্তানি বাণিজ্যের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো :

P.H. Collin-এর মতে, “Export means goods sent to a foreign country to be sold.” (অর্থাৎ, বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে বিদেশে পণ্য প্রেরণই হলো রপ্তানি।)

S. S. Sarkar & Others-এর মতে, “Export trade we mean the sale of goods to a foreign country.” (অর্থাৎ, রপ্তানি বাণিজ্য বলতে আমরা বিদেশে পণ্য বিক্রি করাকে বুঝি।)

S.B. Gupta-এর মতে, “Sale of goods to another country is known as export trade.” (অর্থাৎ, অন্য দেশে পণ্য বিক্রয় করাকে রপ্তানি বাণিজ্য বলে।)

M. Rosenberg-এর মতে, “Export means to send an item or service out of one sovereign country to another for purpose of sale.” (অর্থাৎ, বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য বা সেবা কোনো স্বাধীন দেশ অন্য কোনো দেশে প্রেরণ করলে তাকেই রপ্তানি বাণিজ্য বলে।)

পরিশেষে বলা যায় যে, রপ্তানি বাণিজ্য হলো এক দেশের উদ্বৃত্ত পণ্য অন্য দেশে বিক্রয়ের উদ্দেশ্যে প্রেরণ করা। এর ফলে একটি দেশ যেমন মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করে, তেমনি প্রয়োজনীয় সামগ্রী বিদেশ থেকে সংগ্রহ করে দেশীয় বাজারের চাহিদা পূরণ করতে পারে। বর্তমান বিশ্বে রপ্তানি বাণিজ্যের ভারসাম্য যে দেশের অনুকূলে, সে দেশকে স্বচ্ছল দেশ হিসেবে গণ্য করা হয়। [শারমিন জাহান সায়মা]


সহায়ক গ্রন্থ: আলী, মোঃ সাহেব, জুলাই-২০১৯, আন্তর্জাতিক বাণিজ্য, পৃষ্ঠা ১৪১-১৪২।


রপ্তানি বাণিজ্য কাকে বলে?


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply