রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থসমূহ
রবীন্দ্রনাথ ঠাকুরের [Rabindranath Tagore] প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল- কবি কাহিনী। যা প্রকাশিত হয় ১৮৭৮ সালে। এ ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হল-
- বনফুল
- সন্ধ্যা সংগীত
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী (রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুরের পদাবলী ব্রজবুলি ভাষায় রচনা করেন।)
- মানসী
- সোনার তরী
- চৈতালী
- চিত্রা
- কল্পনা
- ক্ষণিকা
- নৈবেদ্য
- খেয়া (রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কাব্যগ্রন্থটি জগদীশ চন্দ্রবসুকে উৎসর্গ করেন।)
- গীতাঞ্জলী:-
গীতাঞ্জলী প্রকাশিত হয় ১৯১০ সালে। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলী কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। গীতাঞ্জলীর ইংরেজি অনুবাদক W.B Yeats। গীতাঞ্জলীর ইংরেজি নাম song offerings।গীতাঞ্জলী ১৯১২ সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়।
- বলাকা:-
বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্য। বলাকা কাব্য রবীন্দ্রনাথ উইলিয়াম পিয়রসনকে উৎসর্গ করেন। বলাকা কাব্য মোট ৪৫টি কবিতা রয়েছে। বলাকা কাব্যের উল্লেখযোগ্য কবিতাগুলো হল- সবুজের অভিযান, শঙ্খ, ছবি, সাজাহান, বলাকা ইত্যাদি।
- পলাতকা:-
পলাতকা কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর নারী জীবনের সমসাময়িক সমস্যাগুলো তুলে ধরেছেন।
- পূরবী ( রবীন্দ্রনাথ ঠাকুর পূরবী কাব্যগ্রন্থটি ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেন।)
- লেখন
- মহুয়া
- পুনশ্চ
- পরিশেষ
- বিচিত্রতা
- শেষসপ্তক
- শ্যামলী
- পত্রপুট
- ছড়ায় ছবি
- রোগশয্যায়
- আরোগ্য
- জন্মদিন ও
- রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ- শেষলেখা (যা মৃত্যুর পরে প্রকাশিত হয়।)। [সংকলিত]
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ তালিকা
Follow Us on Our YouTube channel: GEONATCUL