রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত বিভিন্ন সংগ্রাম পরিষদ
August 13, 2017
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত বিভিন্ন সংগ্রাম পরিষদ:
পাকিস্তান সরকারের কাছ থেকে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার মর্যাদা আদায়ের জন্য ১৯৪৭ থেকে ১৯৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের মধ্যে বাঙালি রাজনীতিবিদ, ছাত্র-ছাত্রী এবং বুদ্ধিজীবীদের সমন্বয়ে একাধিক পরিষদ বা কমিটি প্রতিষ্ঠা করা হয়। এসব পরিষদ বাংলা ভাষা আন্দোলনের সময় বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে এসব পরিষদের নাম, গঠনের সময় ও আহ্বায়কদের নামসহ তুলে ধরা হল:-
পরিষদের নাম | গঠনের সময় | আহ্বায়ক |
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ | ১ অক্টো, ১৯৪৭ | এ এস এম নুরুল হক ভূইয়া |
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ( দ্বিতীয়বার) | ২ মার্চ, ১৯৪৮ | শামসুল আলম |
পূর্ব বাংলা ভাষা কমিটি | ৯ মার্চ, ১৯৪৯ | মাওলানা আকরাম খাঁ (সভাপতি) |
বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ | ১১ মার্চ, ১৯৫০ | আবদুল মতিন |
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ | ৩১ জানু, ১৯৫২ | কাজী গোলাম মাহবুব |
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত সংগ্রাম পরিষদ
Follow Us in Our YouTube channel: GEONATCUL