রেচন (excretion) ও রেচন পদার্থ কী?

মানবদেহের রেচন অঙ্গ (Excretory organs) হলো বৃক্ক বা কিডনি (kidney)। আর বৃক্কের একক হলো নেফ্রনরেচন (excretion) মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেনঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বের করে দেয়া হয়। দেহের এই বর্জ্য পদার্থগুলো শরীরে কোনো কারণে জমতে থাকলে নানা ধরনের রোগ দেখা দেয়, এমনকি পরবর্তীতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয়, তাকে রেচনতন্ত্র (excretory system) বলে। শরীরের অতিরিক্ত পানি, লবণ এবং জৈব পদার্থগুলো সাধারণত রেচনের মাধ্যমে দেহ থেকে বের করে দিয়ে বৃক্ক দেহের শরীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে।

রেচন (excretion) ও রেচন পদার্থ কী?
রেচনতন্ত্র (excretory system), source: Britannica

রেচন পদার্থ: রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থকে বোঝায়। মানবদেহের রেচন পদার্থ মূত্রের (urine) মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসে। মূত্রের শতকরা প্রায় ৯০ ভাগ উপাদান হলো পানি। অন্যান্য উপাদানগুলোর মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিয়া এসিড, ক্রিয়েটিনিন, ও বিভিন্ন ধরনের লবণ। ইউরোক্রোম নামে এক ধরনের রঞ্জন পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়। আমিষ – জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা (acidity) বৃদ্ধি পায়, আবার ফলমূল এবং রান্না করা তরিতরকারি খেলে সাধারণত ক্ষারীয় (alkaline) মূত্র তৈরি হয়। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: জীববিজ্ঞান, বোর্ড বই (নবম-দশম)।


রেচন ও রেচন পদার্থ কী?


Follow Us in Our YouTube channel: GEONATCUL


Leave a Reply