লিখুন এবং নিজের প্রতিভা প্রকাশ করুন
STUDY RESEARCH – Geo Nature & Culture | GEONATCUL ওয়েব প্লাটফরমে মুক্তভাবে (সম্পূর্ণ ফ্রী) বাংলা ও ইংরেজি ভাষায় যে কোন বিষয়ে লেখা প্রকাশ করুন এবং নিজের প্রতিভাকে দেশ-বিদেশে সকলের কাছে জানিয়ে দিন। আপনার প্রকাশিত লেখাগুলো হতে হবে সম্পূর্ণ শিক্ষা, গবেষণাধর্মী ও উদ্ভাবনমূলক। যৌক্তিক ও গ্রহণযোগ্য তথ্য নির্ভর গবেষণামূলক প্রবন্ধের তথ্যসূত্র সঠিকভাবে লিখুন। আগ্রহী প্রার্থী প্রবন্ধের (article) শিরোনাম (Title) ও বিষয়বস্তু (Content) লিখে Submit এ ক্লিক (click) করে লেখা প্রেরণ করুন। লেখা সাবমিট করার পরে Review সম্পন্ন হলে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ জন্য প্রথমে নিচের বইয়ের চিহ্নটির উপরে (link) ক্লিক করে আপনার Username এবং Email দিয়ে Registration সম্পন্ন করুন। এরপর আপনার লেখা প্রকাশের confirmation email পেতে প্রদত্ত Email: studyres2017@gmail.com ঠিকানায় আপনার সম্পর্কে জানিয়ে (১০০ শব্দে) ই-মেইল প্রেরণ করুন।
Provided by Study Research – GEONATCUL