লুইপা: বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন চর্যাপদের প্রথম কবি
July 22, 2018

ক. লুইপা- একজন প্রবীণ বৌদ্ধ সিদ্ধাচার্য ও চর্যাপদের কবি।
খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ-এর মতে- ৭৩০ থেকে ৮১০ খ্রিস্টাব্দ পর্যন্ত লুইপা জীবিত ছিলেন।
গ. তিব্বতি ঐতিহাসিক লামা তারনাথের মতে- লুইপা পশ্চিমবঙ্গের গঙ্গার ধারে বাস করতেন।
ঘ. হরপ্রসাদ শাস্ত্রীর মতে- লুইপা রাঢ় অঞ্চলে বাস করতেন।
ঙ. চর্যাপদের প্রথম পদটি রচনা করেন- লুইপা।
চ. লুইপার প্রথম পদটির দু’টি চরণ হল- | কাআ তরুবর পাঞ্চ বি ডাল। |
চঞ্চল চীএ পৈঠা কাল।। | |
(অর্থাৎ, দেহ গাছের মত, এর পাঁচটি ডাল। চঞ্চল মনে কাল প্রবেশ করে।।) | |
ছ. চর্যাপদে লুইপা- ২টি পদ রচনা করেন।
জ. লুইপার পদ দু’টি হল- ১ ও ২৯ নম্বর পদ।
ঝ. লুইপা রচিত- ৫টি সংস্কৃত গ্রন্থের নাম পাওয়া যায়।
ঞ. লুইপা রচিত সংস্কৃত গ্রন্থগুলো হল- ১. অভিসময় বিভঙ্গ, ২. বজ্রস্বত্ব, সাধন, ৩. বুদ্ধোদয়, ৪. ভগবদাভসার ও ৫. তত্ত্ব সভাব।
লুইপা বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন চর্যাপদের প্রথম কবি
Follow Us on Our YouTube Channel: GEONATCUL