লেটারীকরণ | laterization

অধিক তাপমাত্রা এবং অধিক বৃষ্টিপাতবিশিষ্ট অঞ্চলে জৈব পদার্থ দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে মাটির ক্ষার জাতীয় উপাদান বিযুক্ত (isolated) করে। জৈব পদার্থ বিয়োজনের সময় মাটিতে প্রচুর জৈব এসিড উৎপন্ন হয়। তবে মাটিতে ক্ষার জাতীয় উপাদান থাকায় বিক্রিয়া প্রায় নিরপেক্ষ হয়ে থাকে। নিরপেক্ষ বিক্রিয়ার ফলে মাটির সিলিকা প্রধান কাদা (clay) দ্রবীভূত হয়ে মাটির উপরের স্তর থেকে নিচের স্তরে চলে যায় এবং উপরের স্তরে কেবল লোহা (Fe) ও এলুমিনিয়াম (Al) থাকে। মাটি গঠনের এ প্রক্রিয়াটিকে লেটারীকরণ বা লেটারীভবন বলে। লোহার প্রাধান্য থাকায় মাটি লালচে বর্ণের হয়। লোহার প্রাধান্যবিশিষ্ট লালচে বর্ণের এ মাটিকে ল্যাটারাইট মাটি (laterite soil) বলে। পৃথিবীর উষ্ণ এবং স্বল্প উষ্ণ অঞ্চলে ল্যাটারাইট মাটির অস্তিত্ব বেশি দেখা যায়। [সংকলিত]


লেটারীকরণ কি?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply