লিখুন এবং নিজের প্রতিভা প্রকাশ করুন | শর্তাবলী
১. STUDY RESEARCH – Geo Nature & Culture | GEONATCUL এর মাধ্যমে প্রতিভা প্রকাশে যে কোন লেখকের প্রকাশিত লেখাগুলো হতে হবে সম্পূর্ণ শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনমূলক। জাতি, ধর্ম, বর্ণ, সমাজ ও দেশের সমৃদ্ধি ও শান্তির জন্য শিক্ষা, গবেষণাধর্মী ও উদ্ভাবনমূলক লেখাই সকলের কাছে আমাদের কাম্য।
২. ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা, কৃষি, শিল্প, ইতিহাস-ঐতিহ্য, কম্পিউটার ও তথ্য-প্রযুক্তিসহ যে কোন শিক্ষা, গবেষণাধর্মী ও উদ্ভাবনমূলক লেখা প্রকাশ করা যাবে।
৩. কোন ব্যক্তি, বর্ণ, গোষ্ঠী, প্রতিষ্ঠান, সরকার ও রাষ্ট্রকে আক্রমণ কিংবা উপহাস করে কোন প্রকারের লেখা প্রকাশ করা যাবে না। বর্ণবাদী যে কোন প্রকার লেখা প্রকাশ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
৪. লেখা সাবমিট করার পরে Review সম্পন্ন হলে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৫. প্রকাশিত যে কোন লেখা হতে হবে যৌক্তিক ও নির্ভরযোগ্য তথ্য নির্ভর। গবেষণামূলক প্রবন্ধের তথ্যসূত্র সঠিকভাবে লিখতে হবে।
৬. অন্য কোন লেখকের প্রকাশিত প্রবন্ধ থেকে তথ্য কিংবা বাক্য কিংবা উক্তি হুবহু লেখার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক মেধাস্বত্ব (intellectual copyright) আইন মেনে করতে হবে।
৭. লেখকের বিরুদ্ধে আনীত লেখাচুরি বা রচনাচুরির [Plagiarism] কোন দায় STUDY RESEARCH – Geo Nature & Culture | GEONATCUL কর্তৃপক্ষ নিবে না।
৮. লেখক চাইলে তাঁর প্রদত্ত যে কোন ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে।
৯. লেখা প্রকাশের জন্য লেখককে কোন প্রকারের ফি (অর্থ) পরিশোধ করতে হবে না।
১০. লেখা প্রকাশের জন্য STUDY RESEARCH – Geo Nature & Culture | GEONATCUL ওয়েব প্লাটফরমের পক্ষ থেকে লেখককে কোন প্রকারের ফি (অর্থ) পরিশোধ করা হবে না।
১১. প্রয়োজনে উপর্যুক্ত যে কোন শর্ত যে কোন সময় STUDY RESEARCH – Geo Nature & Culture | GEONATCUL কর্তৃপক্ষ সংশোধন ও বাতিল করতে পারবেন।
লিখুন এবং নিজের প্রতিভা প্রকাশ করুন