শুমারি জরিপ অপেক্ষা নমুনা জরিপের সুবিধা

পরিসংখ্যানিক তথ্য সংগ্রহের জন্য গবেষকগণ বিভিন্ন ধরনের জরিপ পদ্ধতি অবলম্বন করে থাকেন। এর মধ্যে শুমারি জরিপনমুনা জরিপ উল্লেখযোগ্য দু’টি পদ্ধতি। তবে শুমারি জরিপ অপেক্ষা নমুনা জরিপের বিশেষ কিছু সুবিধা রয়েছে। নিম্নে সুবিধাগুলো উল্লেখ করা হলো:

১. সীমিত সময়: নমুনা জরিপ পদ্ধতিতে সীমিত সংখ্যক এককের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। ফলে এ জরিপ পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ সীমিত সময়ের প্রয়োজন হয়। এ পদ্ধতিটি তুলনামূলক অধিক সুবিধাজনক।

২. পুঙ্খানুপুঙ্খ তথ্য: নমুনা জরিপে সমগ্রকের প্রতিনিধিত্বকারী একক হতে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। যার ফলে প্রতিনিধিত্বকারী প্রতিটি একক হতে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করা সম্ভবপর হয়।

৩. ব্যাপক ব্যবহার: শুমারি জরিপের তুলনায় নমুনা জরিপ পদ্ধতির ব্যবহারের ক্ষেত্র ব্যাপক ও বিস্তৃত। অনুসন্ধানের প্রায় সকল ক্ষেত্রেই নমুনা জরিপ পদ্ধতিটি প্রয়োগ করা যায়।

৪. কাম্য ব্যবহার নিশ্চিতকরণ: নমুনা জরিপ কাজ পরিচালনার জন্য অপেক্ষাকৃত কম সংখ্যক অনুসন্ধানকারী (জনবল) এবং যন্ত্রপাতির প্রয়োজন হয়। ফলে সহজেই সীমিত সংখ্যক দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ করে গবেষণার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব হয়।

৫. তথ্যের নির্ভরযোগ্যতা: নমুনা জরিপ পদ্ধতিতে দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত অনুসন্ধানকারীর (কর্মীর) মাধ্যমে জরিপ পরিচালিত হয়। ফলে নমুনা জরিপের সংগৃহীত তথ্য শুমারি জরিপ অপেক্ষা ত্রুটিমুক্ত হয়ে থাকে।

৬. সঠিকতা যাচাইকরণ: নমুনা জরিপের সঠিকতা যাচাই এর জন্য অন্যান্য ধরনের জরিপ কাজ পরিচালনার প্রয়োজন হয় না।

৭. ন্যূনতম ব্যয়: নমুনা জরিপে সমগ্রকের একটি প্রতিনিধিত্বকারী অংশ হতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। ফলে এ জরিপ কাজ পরিচালনায় ন্যূনতম ব্যয়ের প্রয়োজন হয়।

৮. পুনঃপুনঃ পরিচালনা: নমুনা জরিপের একটি বিশেষ সুবিধা হলো এটি পুনঃপুনঃ পরিচালনা করা সম্ভব হয়।
পরিশেষে বলা যায়, শুমারি জরিপ অপেক্ষা নমুনা জরিপের সুবিধা তুলনামূলক অনেক বেশি। [শারমিন জাহান সায়মা]


সহায়ক গ্রন্থ: আলী, মোঃ সাহেব, জুলাই-২০১৯, প্রকল্প ব্যবস্থাপনা, পৃষ্ঠা ১০৩।


শুমারি জরিপের চেয়ে নমুনা জরিপের সুবিধা কি কি?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply