শুমারী | Census
January 26, 2021
শুমারী [Census] বলতে কোনো গবেষণা কাজের সমগ্র তথ্যের বা তথ্যবিশ্বের প্রতিটি উপাদানের উপর সমীক্ষা (study) পরিচালনাকে বুঝায়। উদাহরণস্বরূপ- আদম শুমারী বা জনসংখ্যা শুমারীর কথা বলা যায়। এ ধরনের শুমারী পরিচালনাকালে যে কোনো দেশের সকল লোকের তথ্য সংগ্রহ করা হয়। অনুরূপভাবে কৃষি শুমারী, পর্যটন শুমারী, শিল্প শুমারী, প্রভৃতিতে তথ্য সংগ্রহের জন্য প্রতিটি উপাদানের উপরে সমীক্ষা (study) পরিচালনা করা হয়। [সংকলিত]
শুমারী শব্দের অর্থ কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL