শ্বাস-প্রশ্বাস | Breathing
June 18, 2020

শ্বাস-প্রশ্বাস মানে হলো শ্বাস গ্রহণ ও ত্যাগকরণ। এটি হলো ফুসফুসে বাতাস গ্রহণ এবং বাহিরে প্রেরণ করার একটি প্রক্রিয়া। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে অক্সিজেন আনা হয়, এবং কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বাহিরে পাঠানো হয়।
বিশ্রামরত অবস্থায়-
১. প্রাপ্তবয়স্কদের শ্বাস [Breathing] মিনিটে ১২ – ২০ বার হলো স্বাভাবিক।
২. ছোট ছেলে-মেয়েদের শ্বাস [Breathing] মিনিটে ৩০ বার পর্যন্ত হলো স্বাভাবিক।
৩. শিশুদের শ্বাস [Breathing] মিনিটে ৪০ বার পর্যন্ত হলো স্বাভাবিক।
সাধারণত মিনিটে ৪০ বারের বেশি হালকা শ্বাস হলে নিউমোনিয়া বোঝায়।
তথ্যসূত্র: যেখানে ডাক্তার নেই, ডেভিড ওয়ার্নার, ওয়েষ্ট বেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন ২০০২, পৃষ্ঠা ৫৪২।
শ্বাস প্রশ্বাস কি
Follow Us on Our Youtube Channel: GEONATCUL