সমভূমি | Plain
March 17, 2022
সমভূমি [Plain] বলতে সাধারণত সমতল ভূমি বা সমান উচ্চতাবিশিষ্ট ভূমিকে বুঝায়। ভূমিরূপ তত্ত্ব (geomorphology) অনুসারে, সমভূমি হল সমুদ্র পৃষ্ঠের (sea level) সমান উচ্চতাবিশিষ্ট বিস্তৃর্ণ ভূমি বা ভূভাগ। সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচু কিংবা নিচু সমতল ভূভাগও সমভূমি হিসেবে গণ্য করা হয়। সাধারণত সমভূমির উপরিভাগ সমতল হয়ে থাকে। তবে সমভূমি বিক্ষিপ্তভাবে বন্ধুরও হতে পারে। প্রাকৃতিক কিংবা কৃত্রিম যে কোন উপায়ে যে কোন উঁচু ভূমি ক্ষয় হয়ে কিংবা নদীবাহিত পলি জমে সমভূমি সৃষ্টি হতে পারে। [সংকলিত]
সমভূমি কাকে বলে?
Follow Us on Our YouTube channel: GEONATCUL