সময় ও শক্তি ব্যবস্থাপনা

সময় ও শক্তি ব্যবস্থাপনা:

সময় ও শক্তি মানবীয় সম্পদ। জীবনের সাফল্য অনেকটা নির্ভর করে সময়ের সুষ্ঠু ব্যবহারের উপর। এবং শক্তি ব্যক্তিবিশেষে পার্থক্য হয়ে থাকে। শক্তির সুষ্ঠু ও সদ্ব্যবহারের প্রতি সবার যত্নবান হওয়া উচিৎ। কাজের ক্ষেত্রে সময় ও শক্তি এ দুটি সম্পদ পরস্পর সম্পর্কযুক্ত। ব্যক্তিবিশেষে শক্তির তারতম্য দেখা যায়। সময় সব মানুষের ক্ষেত্রেই সমান। শক্তির সুষ্ঠু পরিকল্পনা না করে কাজ করলে শক্তির অপচয় হয়, ও ক্লান্তি আসে। এবং ক্লান্তির ফলে কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হয় না। কর্ম তালিকার মাধ্যমে এবং কাজের সময় সুষ্ঠু দেহভঙ্গি ব্যবহার করে শক্তির সুষ্ঠু ব্যবহার করা সম্ভব হয়। কাজের ক্ষেত্রে সময় ও শক্তিসম্পদ দুটি পরস্পরের পরিপূরক। ধীরগতিতে কাজ করলে সময় বেশি লাগে এবং শক্তি কম ব্যয় হয়। আবার দ্রুতগতিতে কাজ করলে শক্তি বেশি ব্যয় হয় এবং সময় কম লাগে। সময় ও শক্তি ব্যবস্থাপনার প্রথম পদক্ষেপ হলো –

সময় ও শক্তি পরিকল্পনা প্রণয়ন করা। পরিকল্পনায় সময় ও শক্তির ব্যবহার এমনভাবে করা হয় যে, পরিকল্পনাকারী নির্ধারিত সময়ের মধ্যে শক্তির সদ্ব্যবহার করে সুচারুভাবে কাজটি সম্পাদন করতে পারে।

সময় ও শক্তি ব্যবস্থাপনা

সময় ও শক্তি ব্যবস্থাপনার গুরুত্ব: নিম্নে সময় ও শক্তির ব্যবস্থাপনার কতিপয় গুরুত্ব উল্লেখ করা হলো।
১। কাজ, সময় ও শক্তির মধ্যে সমন্বয় সাধন হয়।
২। সময় ও শক্তির অপচয় হ্রাস পায়।
৩। কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন করা সম্ভব হয়।
৪। সময় ও শক্তির সুষ্ঠু ব্যবস্থাপনায় দীর্ঘ সময় ধরে কাজ করা যায়।
৫। কাজে সহজে ক্লান্তি আসে না।
৬। নির্দিষ্ট সময়ে কাজ করার সুঅভ্যাস গঠিত হয়।
৭। সময় ও শক্তি ব্যবস্থাপনার ফলে কাজের প্রতি সচেতনতা বৃদ্ধি পায়।
৮। কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য সৃষ্টি হয়।

সময় ব্যবস্থাপনার উদ্দেশ্য: নিম্নে সময় ব্যবস্থাপনার কয়েকটি উদ্দেশ্য উল্লেখ করা হলো।
১। সময়, সীমিত মানবীয় সম্পদ। ব্যবস্থাপনার মাধ্যমে সময়ের সঠিক ব্যবহার করা হয়।
২। জীবনে সাফল্য অর্জন করা।

তাই বলা যায়, সময় ও শক্তি পরিকল্পনা কার্যকরী ও সুষ্ঠু করতে হলে পরিকল্পনাকারীকে পরিবারের সদস্যদের প্রয়োজন, চাহিদা, উৎসব এবং কর্মতৎপরতার দিকে খেয়াল রাখতে হবে। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: সুলতানা, প্রফেসর রাফিকা; আরা, গাজী হোসনে; (২০২০); গার্হস্থ বিজ্ঞান ১ম পত্র একাদশ-দ্বাদশ, ঢাকা: কাজল ব্রাদার্স লি.; পৃষ্ঠা ৭৯, ৮০।


ছবি: desktime.com


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply