সমাজবিজ্ঞান বিকাশে অগাস্ট কোঁৎ – এর অবদান

সুপ্রাচীন কাল থেকেই সমাজ ও সামাজিক পরিবেশ সম্পর্কে মানুষ নানা চিন্তা ভাবনা করে অনুসন্ধান চালিয়ে আসছে। সমাজ চিন্তায় এবং সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেএে যে সব মনীষীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, তাদের মধ্যে ফরাসি সমাজচিন্তাবিদ অগাস্ট কোঁৎ এর নাম শীর্ষস্থানীয়। তিনি সমাজবিজ্ঞানের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি সামাজিক বিজ্ঞানের একটি নতুন শাখা হিসেবে সমাজবিজ্ঞানের ভিওি ও দৃষ্টিকোণ তৈরি করেন। তার মূল্যবান চিন্তা, দর্শন ও যুক্তি সমাজবিজ্ঞানকে একটি সামাজিক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত ও প্রমাণ করতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। সুতরাং সমাজবিজ্ঞানে অগাস্ট কোঁৎ এর স্বীকৃতি ও মর্যাদা শক্ত বাঁধনে গ্রথিত।

অগাস্ট কোঁৎ -এর জন্ম ও পরিচয় (birth & introduction of Auguste Comte): অগাস্ট কোঁৎ ১৭৯৮ সালের ১৯ জানুয়ারি ফ্রান্সের মন্টিপেলিয়ারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম Isidore Auguste Marie Francois Xavier Comte। শৈশব থেকেই তার প্রখর স্মরণশক্তি ও বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। জীবনের সীমাবদ্ধ পরিসরে তিনি চিন্তা জগতে মৌলিক অবদান রেখে গেছেন।

সমাজবিজ্ঞানের অন্যতম দিকপাল সেন্ট সাইমনের নিকট তিনি ৬ বছর দর্শন শিক্ষালাভ করেন। উল্লেখ করা যেতে পারে, সেন্ট সাইমনের চিন্তা ও দর্শন দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল অগাস্ট কোঁৎ -এর সমাজ পুর্নগঠনের চিন্তা ও তত্ত্ব। এ বিখ্যাত দার্শনিক ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ১৮৫৭ সালের ৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

অগাস্ট কোঁৎ -এর রচনাবলি (works of Auguste Comte): ১৮৩৯ সালে অগাস্ট কোঁৎ প্রথম তার লেখার নামকরণ ‘Social Physics’, যা পরিবর্তীতে ‘Sociology’ নামে আখ্যায়িত হয়। অগাস্ট কোঁৎ এর দার্শনিক ও সমাজতাত্ত্বিক চিন্তাধারা মূলত তার তিনটি বিখ্যাত গ্রন্থে প্রতিফলিত হয়েছে –

১. course de philosophy positive নামক গ্রন্থটির ইংরেজি অনুবাদ হলো ‘Positive philosophy’। এ গ্রন্থটি ফারসি ভাষায় লিখিত। এটি ছয় খন্ডে বিভক্ত। এর চতুর্থ খন্ডে তিনি প্রথমবারের মতো ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন।

২. a system de politique positive নামক গ্রন্থটির ইংরেজি অনুবাদ হলো ‘a system of positive polity’। এটিও ফারসি ভাষায় লিখিত।

৩. ‘opuscules de philosophy social’ হলো অগাস্ট কোঁৎ -এর রচিত আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ। যার ইংরেজি অনুবাদ হলো philosophy of society। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: সরকার, ড. মোহাম্মদ আব্দুল মালেক, (২০২২), সমাজবিজ্ঞান – ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি), লেকচার পাবলিকেশন্স লি. ঢাকা-১১০০, পৃষ্ঠা – ১, ৭৯।


সমাজবিজ্ঞান বিকাশে অগাস্ট কোঁৎ – এর ভূমিকা


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply