সাক্ষাৎকার কি?

গবেষণার জন্য প্রাথমিক উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎকারের ব্যাপক প্রচলন রয়েছে। সাক্ষাৎকার হলো মানুষের ধ্যানধারণা, আবেগ- অনুভূতি প্রকাশের বা আদান-প্রদানের অন্যতম মাধ্যম, যা কথোপকথনের মাধ্যমে করা হয়ে থাকে। তবে এর সফলতা ও ব্যর্থতা সাক্ষাৎকার গ্রহণকারীর উপর নির্ভর করে। সাক্ষাৎকার হলো উপাত্ত, মনোভাব, সংবাদ, অনুভূতি আদান-প্রদানের জন্য দুই বা ততোধিক ব্যক্তির সামনা সামনি অবস্থায় মৌখিক আলাপ। সাম্প্রতিককালে টেলিফোন ও ইন্টারনেটভিত্তিক সাক্ষাৎকার প্রচলিত রয়েছে।
Singh এর মতে, “An interview is an formal meeting or sitting, with a view to ascertaining facts for preparing a report.” (অর্থাৎ, সাক্ষাৎকার হলো একটি আনুষ্ঠানিক বৈঠক যার মাধ্যমে একটি প্রতিবেদন প্রস্তুতের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।)
Fred N. Kerlinger, “The interview is face to face interpersonal situation in which one person (the interviewer) asks a person being interviewed, the respondent, questioned designed to obtain answer pertinent to research problem. {অর্থাৎ, সাক্ষাৎকার হলো মুখোমুখি একটি আন্তঃব্যক্তির পরিস্থিতি যেখানে এক ব্যক্তি (সাক্ষাৎকার গ্রহণকারী), আর এক ব্যক্তিকে (উত্তরদাতা), গবেষণার সমস্যার সাথে সামঞ্জস্যপূর্ণ সজ্জিত প্রশ্নের উত্তর দিতে বলেন।}
সুতরাং বলা যায়, সাক্ষাৎকার হলো এমন একটি কৌশল যার মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণকারী গবেষণার প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ উপাত্ত সংগ্রহে এক বা একাধিক ব্যক্তিকে সরাসরি প্রশ্ন করে থাকেন এবং সে মোতাবেক উত্তরদাতা উত্তর দিয়ে থাকেন। [শারমিন জাহান সায়মা]
সহায়িকা: আলাউদ্দিন, প্রফেসর ড. মোঃ; উদ্দীন, প্রফেসর ড. মোঃ সেরাজ; আতিকুজ্জামান, এম. এম.; প্রধান, মোঃ সাইফুল্লাহ; (জানুয়ারি, ২০১৯); ব্যবসায় গবেষণা Business Research; গ্রন্থ কুটি: ঢাকা; পৃষ্ঠা-১৩৭।
Image Source: wikipedia.org
সাক্ষাৎকার বলতে কী বোঝো?
Follow Us in Our Youtube Channel: GEONATCUL
I really enjoyed reading this post. I read this post on another site but it is more details.
Thank you
Very useful content.
Thank you for your information 😊