সিন্ধু সভ্যতা: ভারত উপমহাদেশের প্রাচীন নগর সভ্যতা
August 29, 2017
মেসোপটেমিয়া ও মিশরীয় সভ্যতার মত ভারত উপমহাদেশে সিন্ধু সভ্যতা নামে একটি নগর সভ্যতা গড়ে উঠেছে। এ সভ্যতা সম্পর্কে সংক্ষেপে নিচে তুলে ধরা হল:-
১. সিন্ধু সভ্যতার গোড়াপত্তন হয় – আনুমানিক ২৭৫০ খ্রিস্টপূর্বাব্দে।
২. সিন্ধু সভ্যতা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন – ড. রাখাল বন্দ্যোপাধ্যায়।
৩. সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা – দ্রাবিড়গণ।
৪. তাম্র যুগের সভ্যতা হল – সিন্ধু সভ্যতা।
৫. সিন্ধু সভ্যতা গড়ে উঠে – পাকিস্তানের মহেঞ্জোদারো ও হরপ্পাতে।
৬. সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান – পরিমাপ পদ্ধতির উদ্ভাবন।
৭. সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় – ১৯২২ সালে।
৮. সিন্ধু সভ্যতার সাথে যে সভ্যতার মিল রয়েছে – সুমেরীয় সভ্যতা।
৯. সিন্ধু সভ্যতার পতন হয় – আনুমানিক ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে। [সংকলিত]
সিন্ধু সভ্যতা (২৭৫০-১৫০০ খ্রিস্টপূর্বাব্দ)
Follow Us on Our YouTube channel: GEONATCUL