সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ এবং এ অভিযানে সাফল্যের কারণ

ইয়ামিনউদ্দৌলা আবুল কাসিম মাহমুদ ইবনে সবুক্তগিন, যার সুপরিচিত নাম হলো সুলতান মাহমুদ গজনভী (জীবনকাল: ৯৭১ – ১০৩০ খ্রি.)। সুলতান মাহমুদ গজনভী একাদিক্রমে সতেরো বার ভারতবর্ষে অভিযান পরিচালনা করেন। তিনি প্রতিবারই স্বীয় রণকৌশল, অপূর্ব তেজস্বিতা এবং সাংগঠনিক ক্ষমতা দিয়ে বিজয়ীর বেশে প্রত্যাবর্তন করেন। তার ভারত অভিযানের উদ্দেশ্য সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। নিম্নে সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ এবং এ অভিযানে সাফল্যের কারণ সম্পর্কে আলোচনা করা হলো:

সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ: গজনি (বর্তমান আফগানিস্তানের অন্যতম প্রদেশ) এর সুলতান মাহমুদ ১০০০ থেকে ১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ১৭ বার ভারতে অভিযান পরিচালনা করেন। সুলতান মাহমুদের অভিযান পরিচালনার কারণ নিয়ে ঐতিহাসিকগণ ভিন্ন ভিন্ন মতপোষণ করেন। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন, ধর্মীয় কারণ, অর্থাৎ ইসলাম প্রচারের উদ্দেশ্যেই সুলতান মাহমুদ বারবার ভারতে অভিযান পরিচালনা করেন। আবার কোনো কোনো ঐতিহাসিক মনে করেন, রাজনৈতিক কারণে সুলতান মাহমুদ ভারতে অভিযান পরিচালনা করেছিলেন। যেহেতু, তার পিতা সবুক্তগিনও ভারতে অভিযান পরিচালনা করেছিলেন।

তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে, সুলতান মাহমুদের ভারতে অভিযান পরিচালনার কারণ ছিল অর্থনৈতিক। কেননা, সুলতান মাহমুদের বিশাল বাহিনী পোষণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। এছাড়া রাজধানী গজনিকে স্বপ্নরাজ্যে পরিণত করার ইচ্ছা বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন ছিল। তাই তিনি ভারতে অভিযান পরিচালনা করেছিলেন।

সুলতান মাহমুদের ভারত অভিযানে সাফল্যের কারণ: সুলতান মাহমুদের ভারত অভিযানের সফলতার কারণ সম্পর্কে ঐতিহাসিক লেনপুল বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বিভক্ত এবং প্রাকৃতিক কারণে স্বভাবত দুর্বল ভারতীয়রা সুলতান মাহমুদের ঐক্যবদ্ধ দুর্ধর্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে জয়লাভে অসমর্থ হয়ে পড়েন। তাছাড়া সুলতান মাহমুদের রণদক্ষতা, সুশিক্ষিত সেনাবাহিনী এবং সৈন্যদের গনিমত লাভের আশা সুলতান মাহমুদের বাহিনীকে অজেয় করে তুলেছিল। অপরদিকে, ভারতীয় রাজাদের অনৈক্যও সুলতান মাহমুদের সফলতার অন্যতম কারণ। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: উদ্দিন, ড. মোঃ আলফাজ; বিল্যাহ, মোহাঃ আল মুস্তানছির; আলম, মোঃ মাহবুবুর; ইসলামের ইতিহাস (২০২০); ঢাকা: গ্রন্থকুটির; পৃষ্ঠা – ১৩, ১৮।


সুলতান মাহমুদের ভারত অভিযান এবং এ অভিযানের সাফল্য


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply