সেক্সট্যান্ট | Sextant
March 19, 2021

সেক্সট্যান্ট [Sextant] হলো দূরত্ব পরিমাপের এক প্রকার যন্ত্র বিশেষ। এ যন্ত্রটি দিয়ে পৃথক স্থানে অবস্থিত দু’টি বস্তুর কৌণিক দূরত্ব পরিমাপ করা হয়। সাধারণত গভীর সমুদ্রে থাকাকালীন নাবিকগণ সেক্সট্যান্ট ব্যবহার করে জাহাজ থেকে সূর্য, চাঁদ ও তারকার উন্নতি পরিমাপ করে থাকে। ’’সেক্সট্যান্ট’’ নামক শব্দটি এসেছে এ যন্ত্রটির ৬০ ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করার ক্ষমতা বা বৃত্তের এক-ষষ্ঠাংশ থেকে। [সংকলিত]
Image: britannica.com
সেক্সট্যান্ট শব্দের অর্থ কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL