সেতুবন্ধ | Adam’s Bridge
March 19, 2021

সেতুবন্ধ [Adam’s Bridge] বলতে ভারত ও শ্রীলংকার মধ্যবর্তী স্থানে অবস্থিত কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপকে বুঝায়। অর্থাৎ ভারত ও শ্রীলংকার মধ্যবর্তী পক প্রণালিতে (palk strait) রামেশ্বর, ধনুশকদি ও মান্নার দ্বীপসহ আরও কতিপয় ছোট-বড় দ্বীপ রয়েছে। এ দ্বীপগুলো ভারত ও শ্রীলংকাকে সেতুর মত করে প্রায় সংযুক্ত করে আছে। আর দ্বীপগুলোকে একত্রে সেতুবন্ধ বলে। এ সেতুবন্ধকে রাম সেতু এবং আদম ব্রীজও বলা হয়। [সংকলিত]
সেতুবন্ধ কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL