স্থলবেষ্টিত রাষ্ট্র | Land-locked Country

স্থলবেষ্টিত রাষ্ট্র [Land-locked Country] বলতে সাধারণত চতুর্দিকে স্থল বা ভূমি দ্বারা বেষ্টন করা এবং সামুদ্রিক সীমানাবিহীন দেশকে বুঝায়। অর্থাৎ স্থলবেষ্টিত এসব রাষ্ট্র মহাদেশের অভ্যন্তরে অবস্থান করে এবং সমুদ্রের সাথে সরাসরি কোন সংযোগ থাকে না। উদাহরণস্বরূপ – স্থলবেষ্টিত রাষ্ট্র হিসেবে আফগানিস্তান, ভূটান, নেপাল, অষ্ট্রিয়া, বলিভিয়া, প্রভৃতি দেশের নাম উল্লেখ করা যায়। এসব দেশকে স্বভাবতই বৈদেশিক বাণিজ্যের জন্য সমুদ্র বন্দর রয়েছে এমন সব দেশের নির্ভর করতে হয়। যেমন- বাংলাদেশের সামুদ্রিক সীমানা রয়েছে। এদেশের ২টি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হল মংলা বন্দর ও চট্টগ্রাম বন্দর। স্থলবেষ্টিত নেপাল তার দেশের বৈদেশিক বাণিজ্য পরিচালনার জন্য বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে ট্রানজিট [Transit] সুবিধা নেয়। [সংকলিত]
স্থলবেষ্টিত রাষ্ট্র মানে কি?
মানচিত্র: wikipedia.org
Follow Us on Our YouTube channel: GEONATCUL