স্থির জনসংখ্যা ও স্থিতু জনসংখ্যা
November 10, 2019
স্থির জনসংখ্যা [Stationary Population]:
কোন জনসংখ্যার জন্ম ও মৃত্যুর হার সমান এবং বিভিন্ন বয়স শ্রেণির ও জীবন সারণির বন্টন যদি অভিন্ন হয়, তবে সে জনসংখ্যাকে স্থির জনসংখ্যা (stationary population) বলে।
স্থিতু জনসংখ্যা [Stable Population]:
কোন জনসংখ্যার নির্দিষ্ট বয়স শ্রেণিতে জন্ম ও মৃত্যুর হার স্থিতিশীল তথা ধ্রুব এবং অভিগমন প্রবণতা বন্ধ হয়ে পড়লে তাকে স্থিতু জনসংখ্যা (stable population) বলে।
স্থির জনসংখ্যা ও স্থিতু জনসংখ্যা বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube channel: GEONATCUL