স্বভোগী কৃষি | Subsistence Agriculture
স্বভোগী কৃষি [Subsistence Agriculture] বলতে সাধারণত নিজের প্রয়োজন মেটানোর জন্য পরিচালিত কৃষি কাজকে বুঝায়। অর্থাৎ এ ধরনের কৃষি ব্যবস্থায় বাণিজ্যিক কিংবা বিপণনের উদ্দেশ্যে কৃষক জমিতে ফসল উৎপাদন করে না। বরং নিজস্ব ব্যবহার কিংবা প্রয়োজন মেটানোর জন্য এ ধরনের কৃষি কাজ করা হয়। তবে এ কৃষির মূল উদ্দেশ্য নিজের প্রয়োজন মেটানো হলেও কৃষক তার নিজের প্রয়োজন মেটানোর পরে অতিরিক্ত বা উদ্বৃত্ত ফসলসমূহ বাজারে বিক্রি করতে দেখা যায়। অতিরিক্ত বা উদ্বৃত্ত ফসল বিক্রি করে কৃষক নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের জন্য নগদ অর্থের এবং অন্য সব প্রয়োজনীয় দ্রবাদির চাহিদা পূরণ করেন। মূলতঃ এ কৃষির মূখ্য উদ্দেশ্যই হল নিজের প্রয়োজন মেটানো; বরং এতে বাণিজ্যিক বা লাভের উদ্দেশ্য গৌণ হিসেবে থাকে। বাংলাদেশ, ভারত, প্রভৃতি দেশসহ এশিয়া মহাদেশের মৌসুমী অঞ্চলের বেশির ভাগ কৃষি কাজই স্বভোগী কৃষির শ্রেণিভুক্ত। [সংকলিত]
স্বভোগী কৃষি কাকে বলে?
Follow Us on Our YouTube channel: GEONATCUL