‘বসুন্ধরা’ – স্বরচিত কবিতা

ধরণীটা বড়ই অদ্ভুত
তাই না??
কোথাও হাসি, কোথাও কান্না।।
কোথাও-বা পোড়া ললাট-
চুপ্টি থাকা ব্যক্তি,
কোথাও-বা ভাগ্যবানের আনন্দ, উল্লাসের উক্তি।।
কোথাও বা সবুজ, সতেজ
শ্যামল আবহাওয়া,
কোথাও বা অগ্নিকাণ্ডের
কালো ধোঁয়ার ছায়া।।
কারো বা স্বপ্ন ভেঙে দুঃখ ভরা বক্ষে,
কেউ বা এগিয়ে চলে, স্বপ্ন পূরণের লক্ষ্যে।।
কোথাও বা দুঃখিনী মায়ের –
সন্তান হারা আর্তনাদ,
কোথাও বা মাতৃকোলে নবাগত প্রাণের উদ্ভাস।
কোথাও বা রাজপথে মিছিলের সারি,
রোজ ‘প্রভাতে’ চোখ বোলালেই
নানান কাহিনি।। [ইশরাত জাহান মিম]


বসুন্ধরা – স্বরচিত কবিতা


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply