স্যার অ্যাডওয়ার্ড বার্নেট টেলর (১৮৩২-১৯১৭)

স্যার অ্যাডওয়ার্ড বার্নেট টেলর [Sir Edward Burnett Tylor] ছিলেন মূলত একজন ইংরেজ নৃতত্ত্ববিদ [Anthropologist]। তবে তিনি সাংস্কৃতিক ভূগোলবিদ [Cultural Geographer] হিসেবেও বহুল পরিচিত। তিনি প্রাচীন সংস্কৃতি নামক গ্রন্থে সংস্কৃতির বিবর্তন সম্পর্কে বিস্তারিত মতামত উপস্থাপন করেন। মূলত, তিনি প্রযুক্তির দিকে অগ্রসর হওয়ার আগে প্রথম ধর্মীয় উন্নয়নের প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন।
তাঁর মতে, ধর্ম মানুষকে প্রধানত সর্বপ্রাণবাদে; যেমন- আত্মা, ভূত-প্রেত, প্রেতাত্না ইত্যদিতে বিশ্বাস, বহু ঈশ্বরবাদ; যেমন- একাধিক ঈশ্বরে বিশ্বাস, একেশ্বরবাদ; যেমন- এক ঈশ্বরে বিশ্বাস প্রভৃতিতে উদ্বুদ্ধ করে। এসব ধর্মীয় বিশ্বাসগুলোর প্রধান উপকারিতা সম্পর্কে টেলর স্বীকার করেন যে, ধর্ম নৈতিকতার সাথে এবং ঈশ্বর ধারণায় ভালমত প্রশ্ন যুক্ত। এছাড়া, স্যার অ্যাডওয়ার্ড টেলর পারিবেশিক নিমিত্তবাদের বড় একজন প্রবক্তাও ছিলেন। স্যার টেলর ১৮৩২ সালের ২ অক্টোবর লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১৭ সালের ২ জানুয়ারী ওয়েলিংটনে মৃত্যুবরণ করেন। [সংকলিত]
image source: Edward Burnett Tylor
স্যার অ্যাডওয়ার্ড বার্নেট টেলরের সংক্ষিপ্ত জীবনী
Follow Us on Our Youtube Channel: GEONATCUL