হাইপোক্সিয়া | Hypoxia

অক্সিজেন স্বল্পতাকে ইংরেজিতে হাইপোক্সিয়া (Hypoxia) বলা হয়। হাইপোক্সিয়া (Hypoxia) হলো যে কোনো টিস্যুতে বা অঙ্গে অস্বাভাবিকভাবে কম অক্সিজেন থাকা। আর হাইপোক্সেমিয়া (Hypoxemia) হলো রক্তে অক্সিজেনের একটি অস্বাভাবিক নিম্ন স্তর অর্থাৎ রক্তে অক্সিজেনের ঘাটতি সংক্রান্ত সংক্রমণ। অপরদিকে হাইপোক্সিয়া হলো শরীরের যে কোনো অঙ্গে বা টিস্যুতে অক্সিজেনের ঘাটতি সংক্রান্ত সংক্রমণ। হাইপোক্সিয়া (Hypoxia) হলো এমন একটি অবস্থা, যেখানে শরীর বা শরীরের একটি অঞ্চল টিস্যু স্তরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ থেকে বঞ্চিত হয়। (Hypoxia is a condition in which the body or region of the body is deprived of adequate oxygen supply at the tissue level.)

হাইপোক্সিয়া, হাইপোক্সিয়া কি, হাইপোক্সিয়া লক্ষণ, হাইপোক্সিয়া কাকে বলে, নাইট্রোজেন হাইপোক্সিয়া, হাইপোক্সেমিয়া, hypoxia, hypoxia symptoms

হাইপোক্সিয়ার লক্ষণ এবং উপসর্গ (sign and symptoms of hypoxia) :

হাইপোক্সিয়ার লক্ষণ এবং উপসর্গগুলো এক এক জনের শরীরে এক এক রকম হতে পারে। এ উপসর্গগুলো কতদিন ধরে উপস্থিত রয়েছে, তার ভিত্তিতে কতিপয় লক্ষণ নিম্নে উল্লেখ করা হলো:

1. মাথা ঘোরা বা অজ্ঞান হওয়া (syncope);

2. শ্বাসকষ্ট (dyspnea-অস্বস্তি);

3. বিভ্রান্তি, অলসতা;

4. মাথাব্যথা;

5. দ্রুত হৃদস্পন্দন (tachycardia);

6. উচ্চ শ্বাসযন্ত্রের হার (tachypnea);

7. উচ্ছ্বাস এবং সুস্থতার অনুভূতি;

8. টিংলিং, উষ্ণ সংবেদন (tingling, warm sensations: সমস্ত শরীর বা কোনো অঙ্গে ঝিঁঝির অনূভুত হওয়া;

9. উচ্চ রক্তচাপ (hypertension);

10. সমন্বয়ের অভাব;

11. চাক্ষুষ পরিবর্তন, যেমন: টানেল দৃষ্টি;

12. দীর্ঘস্থায়ী হাইপোক্সিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি (polycythemia);

13. ঠোঁট এবং হাতের কোনো অংশে একটি নীল আভা দেখা দেওয়া (cyanosis)। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: H. al-Hasin, Dr. Md. Tanvir Islam, Microbiology & Parasitology, Diploma in Nursing Science and Midwifery(2017), (1st year), Neuron Publication, page: 127, 128.


হাইপোক্সিয়া কাকে বলে?


Image Source: my.clevelandclinic.org


Leave a Reply