হাম | Hum
September 22, 2021

হাম [Hum] বলতে সাধারণত চুনাপাথর অঞ্চলের টিলা (ঢিবি) সদৃশ শিলাস্তূপকে বুঝায়। অর্থাৎ চুনাপাথর (limestone) অঞ্চলে যখন বৃষ্টির প্রচুর পানি দ্রবীভূত (dissolution) হয়, তখন সেখানে ব্যাপক ক্ষয়কার্য (corrosive) সাধিত হয়। এর ফলস্বরূপ – চুনাপাথর অঞ্চলের বিশাল এলাকা জুড়ে নিম্ন ভূমির সৃষ্টি হয়। কিন্তু এরূপ নিম্ন ভূমির মাঝখানে কোথাও কোথাও চুনাপাথরবিহীন কঠিন শিলাস্তূপ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর চুনাপাথর অঞ্চলের এরূপ শিলাস্তুপগুলোকেই হাম বলা হয়ে থাকে। [সংকলিত]
image source: কার্স্ট Karst
ভূমিরূপবিদ্যায় হাম কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL