হিব্রু সভ্যতা: আরব ভূমিতে গড়ে উঠা একটি প্রাচীন সভ্যতা
হিব্রু সভ্যতা বর্তমানের ফিলিস্তিন ও ইসরাইল অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠা একটি প্রাচীন সভ্যতা। জাতিগতভাবে হিব্রু সভ্যতার লোকজন একটি মিশ্র জাতি। ধারণা করা হয়, ‘খাবিরু’ বা ‘হাবিরু’ নাম থেকে হিব্রু নামটি এসেছে। অধিকাংশ ইতিহাসবিদের মতে, হিব্রুদের আদি আবাসন ছিল আরবভূমিতে। ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দে ইব্রাহীম (আ.) এর নেতৃত্বে হিব্রুদের একটি দল উত্তর-পশ্চিম মেসোপটেমিয়ায় বসতি গড়ে তোলে। পরবর্তীতে ইব্রাহীম (আ.) এর পুত্র ইসমাইল (আ.) এর নেতৃত্বে এ জাতিটি পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। আর এ সময় থেকে এ জাতিটি ইসরাইলি হিসেবে পরিচিতি লাভ করে। নিম্নে এ সভ্যতা সম্পর্কে সংক্ষেপে তুলে ধরা হল।
১. হিব্রু সভ্যতার উৎপত্তি ভূমি- মধ্যপ্রাচ্য।
২. হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল- বর্তমান ফিলিস্তিন ও ইসরাইলে।
৩. বর্তমান ইসরাইলের অধিবাসীরা- হিব্রুদের বংশধর।
৪. ঈশ্বরের আরাধনার কথা প্রচার করে- হিব্রুরা।
৫. হিব্রুদের সবচেয়ে বড় অবদান- ধর্মের ক্ষেত্রে।
৬. হিব্রু শব্দের অর্থ- বিদেশী বা নিম্নবংশীয় বা যাযাবর [সংকলিত]
হিব্রু সভ্যতা
Follow Us on Our YouTube channel: GEONATCUL